ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মিরপুর অঞ্চল ২ ভরে গেছে দালালে। জন্ম নিবন্ধন বা যে কোন কাজেই অঞ্চল ২ এর কোন কর্মকর্তা কর্মচারীদের না পেলেও দালালদের পাবেন হাতের নাগালেই। আর দালাল ছাড়া কোন ব্যক্তি নিজে জন্ম নিবন্ধন করতে গেলে তা কবে নাগাদ পাওয়া যেতে পারে তার কোন নিশ্চয়তা পাওয়া যাবেনা। সে ক্ষেত্রে সবারই প্রথম পছন্দের তালিকায় থেকেই যায় সেখানকার দালালরা।
জন্ম নিবন্ধন করতে আসা গ্রাহকদের, কর্মকর্তা কর্মচারীরা বিভিন্ন সমস্যা দেখিয়ে দুই থেকে দশ দিন সময় নিলেও দালাল ভাইদের তিন ঘন্টার বেশি সময় কখনোই লাগেনা, বেশ গর্বের সাথেই জানিয়েছেন জালাল নামের এক দালালসহ নাম প্রকাশে অনিচ্ছুক আরো অনেকে।
বহু আগে থেকেই এই জোনটি দালালদের স্বর্গরাজ্য নামে পরিচিত থাকলেও ইদানীং দালালরাও বেশ বিপাকে পরেছেন। খুবই দুঃখ ভারাক্রান্ত হ্নদয়ে জন্ম নিবন্ধন করতে আসা একব্যক্তি কাজ করতে না পারায় নাম প্রকাশে অনিচ্ছুক এক দালাল জানান, যেদিন থেকে সহকারী স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে ডাঃ মাহমুদা আলী যোগদান করেছেন সেদিন থেকেই জালাল, সেলিম, শিল্পী, রহমান, আমিন সহ প্রায় ১৯ জন দালালের কপাল পুড়েছে। না তাদের দালালি বন্ধ করতে বলেননি, ডাঃ মাহমুদা আলী বরং দালালদের উপর বসিয়েছেন দালালি কর।
আগে দালালরা একটা জন্ম নিবন্ধন করলে জনগণের কাছ থেকে ৩০০-৫০০ টাকা নিতো। যদিও জন্ম নিবন্ধনের ক্ষেত্রে সরকার কর্তৃক নির্ধারিত ফি শিশুদের জন্য ২৫ টাকা এবং বড়দের জন্য ৫০ টাকা। ডাঃ মাহমুদা আলী আসার পরপরই মাহমুদার পক্ষ থেকে কঠোর গোপনীতায় দালালদের উপর বসে দালালি কর, ঘোষণা দেওয়া হয় প্রতিটি জন্ম নিবন্ধন করতে দালালদের মাহমুদা ফান্ডে দিতে হবে দুইশত টাকা করে দালালি কর। ঘোষণার পরপরই অনেক দালাল পিছু হটলেও জীবিকার তাগিদে আবার এসে জড়ো হয় সেই অঞ্চল ২ এ। আবারো জমজমাট হয় সিটি কর্পোরেশন এর ভিতরে দালালদের আনাগোনায়।
বিস্বস্তসূত্রে জানা যায় ডাঃ মাহমুদা আলী দিনে বিভিন্ন এনজিও’র মিটিং এর অজুহাতে প্রায় সময়েই অফিসের বাইরে থাকেন। আর অফিস সময়ের পরে তার নিজ বাসায় চলে জন্ম নিবন্ধন স্বাক্ষর বাণিজ্য।
এছাড়াও মসক নিধন প্রকল্পে নিয়োগ পাওয়া বিভিন্ন লোকবলের কাজ না করিয়ে বেতনের একটা বড় অংশের ভাগ নেন প্রতি মাসে।
জানা যায় কচুরিপানা পরিষ্কার প্রকল্পের কাজ তার স্বামীর ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিভিন্ন কায়দায় পাইয়ে দিয়েছেন।
অতি সম্প্রতি আবারও উক্ত জোন থেকে তার স্বামীর ঠিকাদারি প্রতিষ্ঠানকে কচুরিপানা পরিষ্কারের কাজ পাইয়ে দিতে চেষ্টা করে ব্যর্থ হওয়ার কারণে উক্ত প্রকল্পের ২৪,৪৮,০০০/- টাকা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ফেরৎ যায়।
উক্ত জোনের স্বাস্থ্য শাখার কম্পিউটার অপারেটর, পিয়ন, দারোয়ান পর্যন্ত সবাই জন্ম নিবন্ধন দালালি কাজে সম্পৃক্ত। এই সকল কর্মচারীদের কাছেই দালালরা টাকা জমা দেন। আর সেই টাকা সন্ধ্যার পরে ডাঃ মাহমুদা আলী বাসায় ভাগ বাটোয়ারা হয়।
সরেজমিনে দেখা যায় গেটের প্রবেশ দ্বারেই বসানো হয়েছে দুজন দালালকে। আর প্রতিটি রুমের সামনেই রয়েছে দু-একজন করে দালাল সদস্য। কিছু দালালদের দেখা যায় কাগজ পত্র নিয়ে বেশ ব্যস্ত ভাবে চলাফেরা করতে। জন্ম নিবন্ধন শাখার গেটের পাশে ভীষণ জটলা দেখে এগিয়ে গেলে দেখা যায় সকলে কাগজ নিয়ে মাঝ বয়সী এক ব্যক্তিকে ঘিরে রেখেছে। আর সেই ব্যক্তিও বেশ উচ্চ স্বরে সকলকে শোনানোর উদ্দেশ্যে বলছেন ৫০০ টাকার কম হলে হবে না, যান গিয়ে অফিসিয়ালভাবে করেন সার্ভার সমস্যা এক মাসেও পাবেন কিনা সন্দেহ আর আমাকে পাঁচশত টাকা দিলে বিকেলেই জন্ম নিবন্ধন পাবেন।
এ বিষয়ে সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহমুদা আলীর সাথে কথা বলতে গিয়ে তাকে পাঁচ দিনেও পাওয়া যায়নি সিটি কর্পোরেশন মিরপুর অঞ্চল ২ এর কার্যালয়ে। অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের সাথে আলাপ করলে জানা যায় তিনি নাকি খুব সকালে এসেই জরুরি মিটিং এ বাহিরে চলে যান রোজই।ডাঃ মাহামুদা আলীকে ফোনে পাওয়া গেলে সে তার সমস্ত দোষ অস্বীকার করে এবং অফিস উপস্হিতি নিয়ে কথা বলায় রেগে যায়। সে বলে আপনি বৃহস্পতিবার আসেননি কেন? বলে ফোন কেটে দেয়।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান মাহমুদা এখানে যোগদানের পরপরই পালটে যায় এখানকার সব নিয়ম কানুন, ওয়াজেদ স্প্রে ম্যান কাওরানবাজার জোনে পোষ্টিং কিন্তু নিজ ধান্দাবাজির টাকা কালেকশন এর জন্য তাকে এখানে কাজ করান। ফাহিমা ইপি আই শাখায় কাজ করে কিন্তু দালালি করের টাকার সঠিক রাখার জন্য তাকে কম্পিউটার অপেরেটর শাখায় কাজ করান। ডাঃ মাহমুদা এর সিল সকল দালালদের কাছেই একটি করে দেওয়া হয়েছে গোপনে আর তার সহিও নকল করেও দেওয়া হয় অনেক সময়।
সেবা নিতে আসা সাধারণ জনগণের এখন একটাই দাবী, একজন সৎ ও যোগ্য ডাক্তার যেন উক্ত জোনে নিয়মিত অফিস সময়ে উপস্থিত থেকে জনগণের সেবা দিতে পারে।
সূএঃ আজকের প্রসঙ্গ ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান