পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের Logo ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo সুন্দরগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে থানার ওসির মতবিনিময়

গাজায় আশ্রয় শিবিরসহ বিভিন্ন স্থানে হামলা: নিহত ৩২

gaza_fumaca_afp_624x351_afp_127777আন্তর্জাতিক বাংলার খবর২৪.কম:বুধবার গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।
এর মধ্যে সকালে গাজায় জাতিসংঘ পরিচালিত শিশুদের একটি স্কুলে ইসরাইলি হামলায় অন্তত ২০ ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরাইলের বর্বর আগ্রাসন থেকে গাজায় জাতিসংঘ নিয়ন্ত্রিত আশ্রয় কেন্দ্রগুলোও রক্ষা পাচ্ছে না। বর্বর ইসরাইল এর আগেও বহুবার আশ্রয় শিবিরে হামলা চালিয়েছে।

বুধবার সকাল সাড়ে ৫টার দিকে জাবালিয়া আশ্রয় শিবিরের এই বালিকা বিদ্যালয়ে হামলা চালায় ইসরাইল।

এ নিয়ে গত ২৩ দিনের ইসরাইলি আগ্রাসনে গাজায় অন্তত ১,২৬০ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন প্রায় ৭,০০০ ফিলিস্তিনি।

ফিলিস্তিনের জরুরি সেবাদান কর্মকাণ্ডের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেন, গাজার উত্তরাঞ্চলে আজ ট্যাংকের একটি গোলার আঘাতে ১১ বছর বয়সী এক প্রতিবন্ধী মেয়েশিশু ও গাজার মধ্যভাগে ১৬ বছরের এক মেয়েশিশু নিহত হয়েছে।

অন্যদিকে খান ইউনুস শহরে একই পরিবারের নয়জন নিহত হয়েছেন। আর রাফা শহরে মারা গেছেন মধ্যবয়সী এক ব্যক্তি।

আর জাতিসংঘের কর্মকর্তা জানান, স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটার দিকে শরণার্থী শিবির হিসেবে ব্যবহূত জাতিসংঘের স্কুলে জাবালিয়া ক্যাম্পে গোলার আঘাতে কমপক্ষে ২০ জন নিহত হয়।

এখন পর্যন্ত গাজায় ২৪০ জনের বেশি শিশুকে হত্যা করেছে বর্বর ইসরাইল।

গাজায় জাতিসংঘের ৮৩টি আশ্রয় শিবিরে বর্তমানে মানবেতর জীবন করছেন প্রায় ২ লাখ ফিলিস্তিনি।

বিদ্যমান পরিস্থিতিতে ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের সশস্ত্র সংগঠন হামাস যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয়ে অটল থাকার কথা জানিয়েছে। যুদ্ধবিরতির বিষয়ে তারা রাজি নয় বলে স্পষ্ট করেছে। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত থাকার কথা ঘোষণা করেন।

গাজায় চলমান সহিংসতার অবসানে ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনি সেনারা যুদ্ধবিরতিতে যেতে প্রস্তুত বলে যে গুঞ্জন ছিল, তা নাকচ করেছেন হামাসের একজন কমান্ডার।
এক অডিও বার্তায় হামাসের সেনা উইংয়ের কমান্ডার মোহাম্মদ দিফ বলেন, তাঁর সেনারা মৃত্যুর জন্য প্রস্তুত।

আজ দিনের শুরুতে পশ্চিম তীরে ইয়াসির আবিদ রাব্বু নিজেকে হামাসের শীর্ষ কর্মকর্তা দাবি করে বলেন, যুদ্ধবিরতি আসন্ন। কিন্তু হামাসের একজন মুখপাত্র তাঁর এ কথার সত্যতা নাকচ করেন।

যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক চাপ থাকলেও ইসরায়েল ও হামাস উভয়ই নিজেদের অবস্থানে অনড়।হাসপাতালে যন্ত্রণায় কাঁদছে এক ফিলিস্তিনি শিশু।

সাংবাদিকদের দিফ বলেন, ‘আমরা যুদ্ধবিরতির কোনো শর্ত মেনে নেব না। আগ্রাসন বন্ধ ও অবরোধের অবসান না ঘটা পর্যন্ত কোনো যুদ্ধবিরতি নয়।’

Tag :
জনপ্রিয় সংবাদ

মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার

গাজায় আশ্রয় শিবিরসহ বিভিন্ন স্থানে হামলা: নিহত ৩২

আপডেট টাইম : ০৮:২৬:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০১৪

gaza_fumaca_afp_624x351_afp_127777আন্তর্জাতিক বাংলার খবর২৪.কম:বুধবার গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।
এর মধ্যে সকালে গাজায় জাতিসংঘ পরিচালিত শিশুদের একটি স্কুলে ইসরাইলি হামলায় অন্তত ২০ ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরাইলের বর্বর আগ্রাসন থেকে গাজায় জাতিসংঘ নিয়ন্ত্রিত আশ্রয় কেন্দ্রগুলোও রক্ষা পাচ্ছে না। বর্বর ইসরাইল এর আগেও বহুবার আশ্রয় শিবিরে হামলা চালিয়েছে।

বুধবার সকাল সাড়ে ৫টার দিকে জাবালিয়া আশ্রয় শিবিরের এই বালিকা বিদ্যালয়ে হামলা চালায় ইসরাইল।

এ নিয়ে গত ২৩ দিনের ইসরাইলি আগ্রাসনে গাজায় অন্তত ১,২৬০ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন প্রায় ৭,০০০ ফিলিস্তিনি।

ফিলিস্তিনের জরুরি সেবাদান কর্মকাণ্ডের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেন, গাজার উত্তরাঞ্চলে আজ ট্যাংকের একটি গোলার আঘাতে ১১ বছর বয়সী এক প্রতিবন্ধী মেয়েশিশু ও গাজার মধ্যভাগে ১৬ বছরের এক মেয়েশিশু নিহত হয়েছে।

অন্যদিকে খান ইউনুস শহরে একই পরিবারের নয়জন নিহত হয়েছেন। আর রাফা শহরে মারা গেছেন মধ্যবয়সী এক ব্যক্তি।

আর জাতিসংঘের কর্মকর্তা জানান, স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটার দিকে শরণার্থী শিবির হিসেবে ব্যবহূত জাতিসংঘের স্কুলে জাবালিয়া ক্যাম্পে গোলার আঘাতে কমপক্ষে ২০ জন নিহত হয়।

এখন পর্যন্ত গাজায় ২৪০ জনের বেশি শিশুকে হত্যা করেছে বর্বর ইসরাইল।

গাজায় জাতিসংঘের ৮৩টি আশ্রয় শিবিরে বর্তমানে মানবেতর জীবন করছেন প্রায় ২ লাখ ফিলিস্তিনি।

বিদ্যমান পরিস্থিতিতে ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের সশস্ত্র সংগঠন হামাস যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয়ে অটল থাকার কথা জানিয়েছে। যুদ্ধবিরতির বিষয়ে তারা রাজি নয় বলে স্পষ্ট করেছে। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত থাকার কথা ঘোষণা করেন।

গাজায় চলমান সহিংসতার অবসানে ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনি সেনারা যুদ্ধবিরতিতে যেতে প্রস্তুত বলে যে গুঞ্জন ছিল, তা নাকচ করেছেন হামাসের একজন কমান্ডার।
এক অডিও বার্তায় হামাসের সেনা উইংয়ের কমান্ডার মোহাম্মদ দিফ বলেন, তাঁর সেনারা মৃত্যুর জন্য প্রস্তুত।

আজ দিনের শুরুতে পশ্চিম তীরে ইয়াসির আবিদ রাব্বু নিজেকে হামাসের শীর্ষ কর্মকর্তা দাবি করে বলেন, যুদ্ধবিরতি আসন্ন। কিন্তু হামাসের একজন মুখপাত্র তাঁর এ কথার সত্যতা নাকচ করেন।

যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক চাপ থাকলেও ইসরায়েল ও হামাস উভয়ই নিজেদের অবস্থানে অনড়।হাসপাতালে যন্ত্রণায় কাঁদছে এক ফিলিস্তিনি শিশু।

সাংবাদিকদের দিফ বলেন, ‘আমরা যুদ্ধবিরতির কোনো শর্ত মেনে নেব না। আগ্রাসন বন্ধ ও অবরোধের অবসান না ঘটা পর্যন্ত কোনো যুদ্ধবিরতি নয়।’