বাংলার খবর২৪.কম : একটি চক্র ২ থেকে ৫ লাখ টাকার বিনিময়ে চারটি ধাপে বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কাজ সম্পন্ন করে থাকে। এ চক্রের সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে থাকা শিক্ষক, পিয়ন, দারোয়ান জড়িত রয়েছে।
ঢাবি ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষাকে সামনে রেখে বৃহস্পতিবার র্যাব-২ ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁসের তিন চক্রের ২১ সদস্যকে আটক করে। এর মধ্যে ১৩ জন প্রশ্নপত্র ফাঁস ও উত্তরপত্র পরীক্ষা কেন্দ্রে পাঠানোর সঙ্গে জড়িত এবং বাকি ৮ জন পরীক্ষার্থীকে শুক্রবার (আজ) ঢাবির ভর্তি পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র থেকে মোবাইল ম্যাসেজের উত্তরসহ আটক করা হয়।
এ বিষয়ে শুক্রবার র্যাব হেডকোয়ার্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান এ সব কথা জানান।
আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যানুযায়ী মুফতি মাহমুদ জানান, প্রশ্নপত্র ফাঁসের এ ঘটনায় একটি চক্রের চারটি গ্রুপের মধ্যে প্রথম গ্রুপটির দায়িত্ব কেন্দ্র থেকে পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগে প্রশ্ন বের করে দেওয়া। এর পর প্রশ্নপত্রটি দ্বিতীয় গ্রুপের হাতে যায়, যিনি প্রথম গ্রুপের মনোনীত অত্যন্ত বিশ্বস্ত কোনো ব্যক্তি। এর পর তৃতীয়পক্ষের কাজ হলো যে সকল পরীক্ষার্থীর নিকট থেকে তারা টাকা নিয়েছে ওই সকল পরীক্ষার্থীর শিট যাতে সবার শেষে পড়ে তার ব্যবস্থা করা, যাতে পরীক্ষার্থীরা মোবাইলে অথবা অন্যান্য ডিভাইস নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। এর জন্য ওই কেন্দ্রের বিভিন্ন পিয়ন অথবা স্টাফদের তারা টাকার বিনিময়ে কিনে ফেলেন। এ গ্রুপের আরেক সদস্যের কাজ হলো একজন অভিজ্ঞ শিক্ষক হাজির করে তার মাধ্যমে প্রাপ্ত প্রশ্নের উত্তরপত্র তৈরি করা। উত্তর প্রস্তুত হলে গ্রুপের অন্য সদস্য তা এসএমএস অথবা ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে পরীক্ষার্থীর নিকট পৌঁছে দেন।
মূল গ্রুপের কাজ হলো ক্লায়েন্ট (পরীক্ষার্থী) সংগ্রহ করা, যারা ক্লায়েন্টপ্রতি ২ থেকে ৫ লাখ টাকা নিয়ে থাকেন।
আটকরা ইতোপূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের প্রশ্নপত্র ফাঁস করে মোবাইলের মাধ্যমে পরীক্ষার্থীদের এসএমএস করে উত্তর পাঠিয়েছিলন। কিন্তু পরীক্ষা শুরুর বেশখানিকটা পরে প্রশ্নপত্র হাতে আসায় তা সমাধান করে যথাসময়ে পরীক্ষার্থীদের নিকট উত্তর পৌঁছাতে না পারায় রেজাল্ট আশানুরূপ হয়নি বলেও স্বীকার করেছেন তারা।
‘ঘ’ ইউনিটের জন্য ভর্তির শতভাগ সুযোগের আশ্বাস দিয়ে ইতোমধ্যে প্রায় ১০০ ছাত্রছাত্রীর কাছ থেতে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেন বলেও তারা জানিয়েছেন।
আটকরা হলেন- খালেদুর রহমান (৩৪), শুকুর আলী ওরফে নীরব (২৩), শ্রীকান্ত ভদ্র (২৩), আবুল বাশার (২৫), মীর রেজওয়ান মাহমুদ তন্ময় (২১), মোজাম্মেল হক (২৫), মনিরুল ইসলাম(৩০), জামিল খান মিতুল (২৪), জুবায়ের আহম্মেদ (২৯), জসিম উদ্দীন (৪০), সুমন মিয়া (২২), কাজী শামীম হাবিব (৩১) এবং অসদুপায়ের সঙ্গে জড়িত আটক ৮ পরীক্ষার্থী হলেন- অরিত্র সিনহা (১৮), নুরুজ্জামান (১৮), কাফির হাসান (১৮), শামীম সিকদার (১৮), সংগীতা দাস (১৮), রাশেদ শেখ (১৮), সুব্রত (১৯) ও সবুজ হাসান (১৯)।
আটক মিতুলের কাজ হলো প্রশ্নটি পরীক্ষার কেন্দ্র থেকে বের করা (তৃতীয় বর্ষ, সমাজকর্ম বিভাগ, শেখ বোরহান উদ্দিন কলেজ)। নীরবের কাজ অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের মাধ্যমে প্রশ্নপত্র দ্রুত সমাধান করা (দ্বিতীয় বর্ষ, প্রাণিবিদ্যা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়)। এরপর খালেদ (কম্পিউটার সায়েন্স বিভাগ) সমাধানগুলো দ্রুত পরীক্ষার্থীদের নিকট এসএমএসের মাধ্যমে পাঠিয়ে দেন। এ ছাড়াও খালেদ পরীক্ষার কেন্দ্রে নিজেদের পরীক্ষার্থীদের সুবিধাজনক অবস্থানে সিট ফেলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। শ্রীকান্ত ভদ্র (তৃতীয় বর্ষ, বিবিএ, নর্থ সাউথ ইউনিভার্সিটি) পরীক্ষার্থীদের যাবতীয় বিষয় রেজিস্ট্রারে লিপিবদ্ধ করে রাখেন, যেখানে পরীক্ষার্থীদের নাম, রোল নম্বর, মোবাইল নম্বর ও কার রেফারেন্সে এসেছে এগুলোর বিশদ বিবরণ লিপিবদ্ধ থাকে।
জুবায়ের (প্রভাষক, সমাজকর্ম বিভাগ, শেখ বোরহান উদ্দিন কলেজ) পরীক্ষার হলে নিজেদের পরীক্ষার্থীদের মোবাইল ব্যবহার করাসহ অন্যান্য সুবিধা প্রদান করে থাকেন। লেলিন (সিনিয়র অফিসার, সোনালী ব্যাংক করপোরেট শাখা), তন্ময় (দ্বিতীয় বর্ষ, ইসলামের ইতিহাস বিভাগ, ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়), আবুল বাশার (ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র), জামিল (তৃতীয় বর্ষ, সমাজকর্ম বিভাগ, শেখ বোরহান উদ্দিন কলেজ), আবুল বাশার (ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র), রাহুল বিশ্বাস (তৃতীয় বর্ষ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ) পরীক্ষার্থী সংগ্রহের কাজ করেন।
আটকদের মধ্যে কেউ ছাত্র রাজনীতিতে জড়িত কিনা- জানতে চাইলে মুফতি মাহমুদ বলেন, ‘আমাদের কাছে অপরাধটাই বড়। সে কোন দলের কোন মতের তা গুরুত্বপূর্ণ নয়। অপরাধটাকেই প্রাধান্য দিয়ে দেখা হবে।’
এই চক্রটির সঙ্গে কোচিং সেন্টারগুলোর সম্পৃক্ততা পাওয়া যায়নি। তবে তাদের আরও জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।
প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে এবং আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান মুফতি মাহমুদ।
উল্লেখ্য, ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির সময় হল কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ৫ সেপ্টেম্বর ৭ জনকে, ১২ সেপ্টেম্বর ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির সময় ১২ জনকে এবং ১৯ সেপ্টেম্বর ‘খ’ ইউনিট ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জালিয়াতির সময় ৯ জনকে আটক করা হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান