ডেস্ক: গত দুই সপ্তাহে রাস্তায় ঘুরে বেড়ানো ১০ হাজারের বেশি মানুষকে গ্রেফতার করেছে ফিলিপাইনের পুলিশ।
কারফিউ চলার সময় রাস্তায় অবস্থান করার কারণে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।
সম্প্রতি দেশটিতে অতিরিক্ত গরমে অতিষ্ট হয়ে অনেক পুরুষ খালি গায়ে প্রকাশ্যে রাস্তায় বেরিয়ে পড়ছেন। গ্রেফতারকৃত মধ্যে এদের সংখ্যাই বেশি। এখন এমন আচরণকে অপরাধ হিসেবে গন্য করা হচ্ছে ফিলিপাইনে।
আলজাজিরা জানায়, সম্ভাব্য অরাজকতা সৃষ্টির আশঙ্কায় দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে ‘অলসদের’ গ্রেফতারে নির্দেশ দেয়ার পর অভিযান চালিয়ে অগণিত নারী-পুরুষকে গ্রেফতার করা হয়।
তবে এমন বক্তব্যকে ভুল বলে উড়িয়ে দিয়েছেন রাজধানী ম্যানিলার সবচেয়ে বড় জেলার পুলিশ প্রধান জেনারেল জোসেলিটো এসকুইভেল।
তার দাবি, আইনশৃঙ্খলা বাহিনী কোনো অলসকে গ্রেফতার করছে না। দেশটিটে সুন্দর, সভ্য ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করে এসব গ্রেফতারের ঘটনা ঘটছে বলে জানান তিনি।
জেনারেল জোসেলিটো বলেন, রাস্তায় অর্ধ নগ্ন হয়ে ঘুরে বেড়ানো, প্রকাশ্যে প্রস্রাব ও মদ্যপান বন্ধ করতে চাই আমরা। একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতেই যারা এসব কর্মে লিপ্ত তাদের গ্রেফতার করছি আমরা। এসবের বিরুদ্ধেই অভিযান চলছে।
দেশটির মানবাধিকার সংগঠনগুলো এই অভিযানকে ‘দরিদ্রবিরোধী’ আখ্যা দিয়ে তা দ্রুত বন্ধের আহ্বান জানিয়েছে।
আলজাজিরা আরও জানায়, গ্রেফতারকৃতদের অধিকাংশই ফিলিপাইনের সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ এলাকা মেট্রোপলিটন এলাকার পুরুষ।
তবে কিছু এলাকায় নারী ও অপ্রাপ্ত বয়স্কদেরও গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।