ডেস্ক: জাতির জনক শেখ মুজিবুর রহমানের মাজার জেয়ারত করে বাড়ি ফেরা হলো না বঙ্গবন্ধু প্রেমিক সেকান্দর বাদশার (৭০)। তিনি এলাকায় বঙ্গবন্ধু প্রেমিক বলে পরিচিত।
রোববার সকাল ৭টার দিকে হাটহাজারী পৌরসভার একটি বেসকরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
সেকান্দর বাদশা পৌর এলাকার মিরের হাটস্থ চন্দ্রপুর গ্রামের মৃত আইসুর রহমানের পুত্র। তিনি পৌর এলাকার চন্দ্রপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
হাটহাজারী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচএম জাকির হোসেন জানান, শুক্রবার রাতে পৌরসভার এলাকার মিরের হাট এলাকা থেকে বাসযোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জেয়ারত করতে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি। পরের দিন শনিবার মাজারে পৌঁছে জিয়ারত শেষে সফরসঙ্গীদের সঙ্গে বাড়ির উদ্দেশে রওনা দেন।
রোববার ভোরে বন্দর নগরী চট্টগ্রামের অক্সিজেন এলাকায় পৌঁছলে তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। তাকে হাটহাজারী পৌরসভার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে তার মৃত্যুতে তার পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও রাজনৈতিক সহকর্মীসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ পরিবারে শোকের ছায়া নেমে আসে।