ডেস্ক: ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত বলেছেন, পরিণতি জানে, তাই আরেকটি কারগিল যুদ্ধে যাবে না পাকিস্তান।
০৬ জুলাই শুক্রবার ২০ বছর আগে কারগিল যুদ্ধ স্মরণ করে বক্তব্য রাখছিলেন। এসময় বিপিন রাওয়াত বলেন, দুই দশক আগে যেভাবে কারগিলে অনুপ্রবেশ করেছিল পাকিস্তানি সেনারা, তারা আর সেভাবে অনুপ্রবেশের সাহস দেখাবে না। কারণ, ওই সময় এর পরিণতি তারা দেখেছে। খবর টাইমস অব ইন্ডিয়া।
বিপিন রাওয়াত আরও বলেন, পাকিস্তানের সঙ্গে ভারতের এমন কোনো সীমান্ত নেই, যে সীমান্ত ‘আনগার্ডেড’পড়ে আছে। আমাদের নজরদারিকারী টিম কঠোরভাবে দৃষ্টি রাখছে এবং নিয়মিত এসব এলাকায় প্রহরা দিচ্ছে।
তার ভাষায়, আমি এটা বলতে পারি যে, আগামী দিনগুলোতে বা বছরগুলোতে অনুপ্রবেশের কোনো সাহস দেখানোর উদ্যোগ নেবে না পাকিস্তান।
ওদিকে নতুন একটি সমন্বিত যোদ্ধা গ্রুপ সৃষ্টির পরিকল্পনা নিয়ে কাজ করছে ভারতের সেনাবাহিনী। এই গ্রুপটি পাকিস্তান ও চীন সীমান্তে তড়িঘড়ি করে অপারেশনে যেতে পারবে এবং সীমান্তের ওপাড়ে হামলা চালাতে পারবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান