ফারুক আহম্মেদ সুজনঃ ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল বিক্রয় করা যাবে না বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এছাড়া আগামী ১ সেপ্টেম্বর থেকে ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল রেজিস্ট্রেশনও দেওয়া হবে না।
ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল বিক্রয় করা যাবে না বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এছাড়া আগামী ১ সেপ্টেম্বর থেকে ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল রেজিস্ট্রেশনও দেওয়া হবে না। আজ সোমবার বিআরটিএ কর্তৃপক্ষ ‘মোটরসাইকেল বিক্রয়ের সময় চালকের ন্যূনতম শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স থাকার বিষয়টি নিশ্চিত করা সংক্রান্ত’ প্রজ্ঞাপন জারি করেছে।
বিআরটিএ কর্তৃপক্ষ জানিয়েছে, সড়ক নিরাপত্তা নিশ্চিতকল্পে মোটরসাইকেল বিক্রয়ের সময় ক্রেতার ন্যূনতম শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স আছে কি না তা বিক্রেতাকে নিশ্চিত করতে হবে।
আগামী ১ সেপ্টেম্বর ২০১৯ থেকে ন্যূনতম শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স ব্যতিরেকে কোনো ক্রেতার নামে মোটরসাইকেল রেজিস্ট্রেশন দেওয়া হবে না।
মোটরসাইকেল ক্রেতা প্রতিষ্ঠান হলে সেক্ষেত্রে ওই প্রতিষ্ঠানের যিনি ব্যবহারকারী তার নামে বরাদ্দপত্র ও শিক্ষানবিশ লাইসেন্স থাকা সাপেক্ষে মোটরসাইকেল ক্রয়-বিক্রয় ও রেজিস্ট্রেশন করা যাবে।