ডেস্ক: লিবিয়া থেকে দেশে ফিরছেন ৩৫ জন বাংলাদেশি শ্রমিক। সোমবার ভোর সাড়ে ৫টায় টার্কিশ এয়ারলাইন্সের টিকে৭১২ ফ্লাইট যোগে ঢাকায় ফিরবেন তারা। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।
দূতাবাস জানায়, বর্তমান পরিস্থিতির কারণে স্বেচ্ছায় দেশে ফিরছেন এসব কর্মীরা। একই কারণে আগামী ২ জুলাই ৩৭ জন ও ৪ জুলাই ৩৫ বাংলাদেশি কর্মী দেশে ফিরবেন।
প্রসঙ্গত, গত ৪ এপ্রিল থেকে পূর্বাঞ্চলীয় বিদ্রোহী গ্রুপের নেতা খলিফা হাফতার রাজধানী ত্রিপোলি দখলের জন্য হামলা চালিয়ে যাচ্ছে। তাদের প্রতিরোধে চেষ্টা চালাচ্ছে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃত সরকারের সেনাবাহিনী। এ অবস্থায় প্রতিদিনই হতাহতের সংখ্যা বাড়ছে।
এর আগে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস থেকে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেয়া হয়। স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহীদেরও সহায়তা দিচ্ছে দূতাবাস।