ডেস্ক: রাজধানীর উত্তরায় উবার চালক আরমানকে (৪২) গলা কেটে হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তবে প্রাথমিকভাবে গ্রেফতারকৃতদের নাম-পরিচয় প্রকাশ করেননি তদন্ত সংশ্লিষ্টরা।
শনিবার (২৯ জুন) রাজধানীসহ এর আশপাশের কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের উপ-কমিশনার (ডিসি, উত্তর) মো. মশিউর রহমান বিষয়টির সত্যতা ব্রেকিংনিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘উবার চালক আরমান হত্যার ঘটনায় আমরা ৩ জনকে গ্রেফতার করেছি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে আজ রবিবার (৩০ জুন) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।’
গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃত এই ৩ জন আমরান হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল। গ্রেফতারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর রোডের আশপাশের ড্রেন থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়। ঘটনার পর আসামিরা পালিয়ে যাওয়ার সময় অস্ত্রগুলো ফেলে যায়।
গত ১৩ জুন রাত ২টায় রাজধানীর উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর সড়কের ৫২ নম্বর বাড়ির সামনে একটি গাড়ির (ঢাকা মেট্রো- গ-২৫-৪৫৪৫) ভেতর থেকে উবার চালক মো. আরমানের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন উত্তরা পশ্চিম থানায় নিহতের স্ত্রী রাবেয়া খাতুন হত্যা মামলা দায়ের করেন।
আরমানের গ্রামের বাড়ি পাবনার ঈশ্বরদী থানার ফতে মোহাম্মদপুর। মিরপুর ১১ নম্বরের ১২ নম্বর সড়কের ৭ নম্বর লেনের ১৬ নম্বর বাড়িতে স্ত্রী এবং ছেলে নাঈম (৯) ও মেয়ে আফরিনকে (১) নিয়ে ভাড়া থাকতেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান