বাংলার খবর২৪.কম : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোবাইল ফোনে পরীক্ষার্থীদের উত্তরপত্র সরবরাহ করার অভিযোগে ছাত্রলীগ নেতাসহ ২১ জনকে আটক করেছে র্যাব।
র্যাব-৭ শুক্রবার তাদেরকে আটক করে। এদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। তার নাম মোজাম্মেল হক লেলিন।
র্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মাকসুদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেল ৪টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
আকটকৃত অপর ২০ জন হলেন- এফ কে এম খালেদুর রহমান, মো. শাক্কুর আলী, শ্রীকান্ত ভদ্র ওরফে শ্রীকান্ত, আবুল বাশার, মীর রেজওয়ান মাহবুব তন্ময়, মো. মনিরুল ইসলাম, মো. জাকির খান, জুবায়ের আহমেদ, জসিম উদ্দিন, সুমন মিয়া, কাজী শামিম হাবিব, অরিত্র শিনহা, নূরুজ্জামান, কাফির হাসান, শামীম শিকদার, সানজিতা দাস,সুব্রত,সবুজ হাসান ও আমিনুল হক।
এদের মধ্যে চারজন পরীক্ষার্থী আর ১২ জন মোবাইল ফোনে উত্তরপত্র সরবরাহের সহযোগী।
এর আগে আজকের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে পরীক্ষার্থীসহ ৩৪ জনকে আটক করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ। এদের মধ্যে উত্তরপত্র সরবরাহের সহযোগী অভিযোগে এই ১৮ জনকে আটক করে র্যাবের কার্যালয়ে নিয়ে গেছে র্যাব-৭।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান