ডেস্ক: ভারতে তীব্র গরমে ৪ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন আরো একজনের অবস্থা আশঙ্কাজনক।
দিল্লি, রাজস্থানের চুরু, উত্তর প্রদেশের বান্দা ও এলাহাবাদে অস্বাভাবিক তাপমাত্রায় ব্যাহত হচ্ছে জনজীবন।
শহরগুলোতে তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে দু’দিন আগেই। চুরুর তাপমাত্রা গত সপ্তাহেই ৫০ ডিগ্রি ছাড়িয়েছিল, যা স্বাভাবিকের চেয়ে ৮ ডিগ্রি বেশি। বান্দায় তাপমাত্রা ৪৯.২ ডিগ্রি, এলাহাবাদে ৪৮.৯ এবং দিল্লির তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াস, যা জুনের হিসেবে সর্বোচ্চ।
২০১০ সাল থেকে এ পর্যন্ত ভারতে ৬ হাজারের বেশি মানুষ তাপপ্রবাহে মারা গেছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান