বাংলার খবর২৪.কম, কুড়িগ্রাম : ব্রহ্মপুত্র, ধরলা ও তিস্তার পানি সামান্য হ্রাস পেলেও কুড়িগ্রামের নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।
ভারী বর্ষণ ও উজানের ঢলে জিঞ্জিরাম নদীর পানিতে প্লাবিত হয়েছে রৌমারী ও রাজিবপুর উপজেলায় আট ইউনিয়নের শতাধিক গ্রাম। এতে পানিবন্দী হয়ে পড়েছে দুই উপজেলার প্রায় ৫০ হাজার মানুষ।
বন্যার পানিতে তলিয়ে আছে দুই উপজেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান। গত চার দিন ধরে চর ও দ্বীপচরের ঘর-বাড়ি বন্যার পানিতে তলিয়ে আছে। পানির প্রবল স্রোতে কাঁচা-পাকা সড়ক তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। দুর্ভোগ বেড়েছে বানভাসী পরিবারগুলোর। বিশুদ্ধ খাবার পানি ও খাদ্য সংকটে পড়েছে বানভাসীরা।
কৃষি বিভাগ জানায়, বন্যায় ১৫ হাজার হেক্টর জমির রোপা আমন পানিতে তলিয়ে থাকায় নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের উপ-প্রকৌশলী সবিবুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে ১১ সেন্টিমিটার, নুন খাওয়া পয়েন্টে ১৬ সেন্টিমিটার, কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি ছয় সেন্টিমিটার এবং সেতু পয়েন্টে ২২ সেন্টিমিটার হ্রাস পেয়েছে ধরলা নদীর পানি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান