ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ডাকাতিকালে এলাকাবাসীর গণপিটুনিতে দুজন সন্দেহভাজন ডাকাত নিহত হয়েছেন। এ সময় ডাকাতের হামলায় বাড়ির তিন সদস্য গুরুতর আহত হয়েছেন।
গতকাল বুধবার দিবাগত রাতে আশুগঞ্জের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।
আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ আলম জানান, নিহতদের বয়স ৩৫ থেকে ৪০ বছর হবে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। ময়না তদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মধ্যরাতে দুর্গাপুর গ্রামের হাবিবুর রহমানের বাড়িতে হানা দেয় ১০-১৫ জনের সশস্ত্র ডাকাত দল। বাড়ির লোকজন এ সময় বাধা দিলে তাঁদের উপর হামলা চালানো হয়। এ পর্যায়ে তাঁরা চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন এগিয়ে এসে ডাকাতদের গণপিটুনি দেয়।
গণপিটুনিতে আহত দুইজনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হলে বৃহস্পতিবার ভোরে তারা মারা যান। হামলায় আহত হাবিবুর রহমানের ছেলে মো. ছানাউল্লাহ, নাতি রুহুল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।