ডেস্ক: বিয়ে শেষে আর বাড়ি ফেরা হয়নি বর শফিকুলের। ফিরতি পথে বাগড়া দেয় ‘ফণী।’ উপয়ন্তর না পেয়ে শেষমেষ সাইক্লোন সেল্টারেই রাত্রি যাপন করেন নতুন বর-বৌসহ বরযাত্রীরা।
সরেজমিনে ওই সাইক্লোন সেল্টারে গিয়ে এমন অবস্থা দেখা যায়। কথা হয় বরের সঙ্গে। বর পিরোজপুর জেলার সদরের গার্মেন্ট ব্যবসায়ী মো. শফিকুল ইসলাম। তিনি জানান, শুক্রবার দুপুরে পিরোজপুর থেকে একটি বাস ও একটি মাইক্রোবাসে করে প্রায় ৬০ জন বরযাত্রী নিয়ে বিয়ে করতে আসেন। কনে বাড়ি জেলার মঠবাড়িয়া উপজেলার মিরুখালী গ্রামের বাদুরা নামক স্থানে। বিয়ে শেষ করতে সন্ধ্যা নামে।
ফেরার পথে চরখালী ফেরি ঘাটে এলে ফেরি কর্তৃপক্ষ নদী উত্তাল থাকায় ফেরি চলাচল বন্ধ করে দেয়। প্রবল ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে ফেরি ঘাটের অনতি দুরে মঠবাড়িয়া-চরখালী সড়ক সংলগ্ন ১৯নং চরখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টারে তারা রাত্রী যাপন করেন।
তিনি আরো জানান, এ সময় স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার প্রায় আড়াইশ মানুষ ওই সাইক্লোন সেল্টারে নিরাপদ আশ্রয় গ্রহন করেন। খবর পেয়ে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ আশ্রিত বরযাত্রীদের মধ্যে চিরা, গুড়, দিয়াসলাই, মোম বাতি ও পানি বিতরণ করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান