ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচিতদের মধ্যে একজন সংসদে শপথ নিয়েছেন। ৩০শে এপ্রিলের মধ্যে বাকিরাও নেবেন বলে প্রত্যাশা করছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
আজ শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে চার নারী এমপির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। হানিফ বলেন, বিএনপির একজন ইতিমধ্যে শপথ নিয়েছেন। আমরা তাকে অভিনন্দন জানাই। বাকিরা ৩০ এপ্রিলের মধ্যেই শপথ নিয়ে জনগণের রায়কে সম্মান করবেন বলে আশা করছি।
মাহবুব-উল আলম হানিফ বলেন, হতে পারে একাদশ নির্বাচনে ভরাডুবির লজ্জায় বিএনপি সংসদে আসতে চাইছে না। তবে আমরা মনে করি জনগণের রায়ের প্রতি সম্মান জানিয়ে নৈতিক দায় থেকে তাদের সংসদে আসা উচিত। সংসদে না এলে জনগণ আর কোনো দিন তাদের ভোট দেবে না।
অপকর্ম করলে মানুষ ভোট দেবে কেন-এমন প্রশ্নও রাখেন তিনি।
আওয়ামী লীগের এ মুখপাত্র বলেন, তারেক রহমান অপরাধ করে দেশ ও তার পরিবারের বদনাম করেছেন। বেগম জিয়া তার পুত্রদের ভালো সন্তান হিসেবে গড়ে তুলতে পারেননি। তিনি (খালেদা জিয়া) মা ও প্রধানমন্ত্রী উভয় ক্ষেত্রেই ব্যর্থ খালেদা।
মোবাইল, ফেসবুকের অপব্যবহার বিষয়ে মায়েদের সচেতন থাকার আহ্বান জানিয়ে হানিফ বলেন, ২০১৭ সালে ৯০ শতাংশ বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটেছে ফেসবুকের কারণে। ছেলেমেয়েরা সার্বক্ষণিক ফেসবুকে থাকছে। অভিভাবকদের এদিকে দৃষ্টি দিতে হবে। অভিভাবকদের লক্ষ্য রাখতে হবে তাদের সন্তানরা কী করে কোথায় যায়।
ঢাকা মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেরা বেগমের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, মহিলা আওয়ামী লীগের সভাপতি শাফিয়া খাতুন প্রমুখ।
অনুষ্ঠানে মহিলা এমপি ফজিলাতুন্নেছা ইন্দিরা, নার্গিস রহমান, শবনম শিলা, জিন্নাতুল বাকিয়াকে সংবর্ধনা দেয়া হয়।