ডেস্ক : বরিশালে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহি লঞ্চ থেকে ২৫০ কেজি জাটকা ইলিশ মাছ উদ্ধার করেছে কোস্টগার্ড। শনিবার (১৯ জানুয়ারি) সদর উপজেলার চরমোনাই ইউনিয়ন লাগোয়া কড়াইতলা নদীতে এই অভিযান পরিচালিত হয়েছে।
তবে অভিযানে জাটকা পাচারের সাথে জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
কোস্টগার্ডের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিসিজিএস বগুড়া রেজাউল করিম জানিয়েছেন, ভোলা থেকে লঞ্চযোগে জাটকা বরিশালে আসছে এমন সংবাদে তাঁর নেতৃত্বে একটি টিম কড়াইতলা নদীতে অবস্থান নেয়। সকাল ৯টার দিকে আসা এমএল আল আফসার লঞ্চটি থামিয়ে তল্লাশি করে ২৫০ কেজি জাটকা পাওয়া যায়।
কিন্তু পাচারের সাথে জড়িত কাউকে গ্রেফতার করা যায়নি। পরবর্তীতে মাছগুলো বরিশাল ডিসিঘাটে নিয়ে আসা হয়। সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা, মন্দির ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান