বাংলার খবর২৪.কম : সারা দেশে ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়ায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের প্রশংসা করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য হাসান উদ্দিন সরকার।
বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে গাজীপুরের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রীর প্রশংসা করেন তিনি।
হাসান সরকার বলেন, ‘ভুয়া মুক্তিযোদ্ধা যে দল ও মতেরই হোন না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’
সারা দেশে ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করতে না পারলেও নিজ জেলা গাজীপুরকে ভুয়া মুক্তিযোদ্ধা মুক্ত করতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে আহ্বান জানান তিনি।
বিএনপির এই নেতা বলেন, ‘গাজীপুরে একের পর এক খুনের ঘটনায় সবাই উদ্বিগ্ন হয়ে পড়েছে। রাজনৈতিক নেতাকর্মীরা পুলিশের হয়রানির শিকার হচ্ছেন। অবৈধ অস্ত্র এবং মাদকে ভাসছে গাজীপুর জেলা। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশ সুপারের উদ্যোগের সফলতা দেখতে চায় সাধারণ মানুষ।’
মতবিনিময় সভায় গাজীপুর পৌর বিএনপির সভাপতি মীর হালীমুজ্জামান ননী, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক (দপ্তর) ডা. মাজহারুল আলম, কাজী মাহবুব উল হক গোলাপ, মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মোল্লা, বিএনপি নেতা আব্দুস সালাম শামীম, জয়নাল আবেদীন তালুকদার, নাসিমুল ইসলাম মনির প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান