বাংলার খবর২৪.কম : বিএনপিতে বিদায়ের সানাই বাজছে এমন মন্তব্য করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ দাবি করেছেন বিএনপির অনেকে এখন রাতের আঁধারে সরকারের সঙ্গে যোগাযোগ করছেন।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বীরউত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়নে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত চলমান রাজনীতি বিষয়ে আলোচনা সভায় তিনি এমন দাবি করেন।
হাছান মাহমুদ বলেন, “বিএনপির অনেকেই বিদায়ের সানাই বাজাচ্ছেন। ইতিমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ বই লিখে বিদায়ের সানাই বাজিয়েছেন। বিএনপির অনেকে এখন রাতের আঁধারে সরকারের সঙ্গে যোগাযোগ করছেন।”
হাছান বলেন, “২০ দলের সাতটি দলের কোনো হদিস নেই। এখন তারা যেসব দল চলে গেছে তাদের ধরে এনে দলে ফিরিয়ে নেবার চেষ্টা করছে। যাতে অন্তত ২০ দল নামটি ব্যবহার করা যায়।”
হাছান মাহমুদ বলেন, “৫ জানুয়ারির নির্বাচনের আগে দেশে যে নৈরাজ্য সৃষ্টি করা হয়েছিল। তার সকল দায়-দায়িত্ব বেগম জিয়াকেই নিতে হবে। আইন যদি নিজস্ব গতিতে চলতো হুকুমের আসামি হিসেবে খালেদা জিয়ার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হতো।”
বেগম খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, “বেগম জিয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের ভিসা-পাসপোর্ট নিয়ে রেডি থাকার পরামর্শ দিয়েছেন। যার দুই ছেলে ফেরারি আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছেন। তার মুখে এ কথা মানায় না।”
বেগম জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনি যখন এসব কথা বলেন, তখন আপনার মধ্যে পলায়নবৃত্তি, ভয়-ভীতি লক্ষ্য করা যায়।”
হাছান মাহমুদ বলেন, “দেশ যখন এগিয়ে যাচ্ছে, যখন সারাবিশ্ব বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ। তখন খালেদা জিয়ার মনে স্বস্তি নেই। স্বস্তি থাকবে কীভাবে? যে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হরতাল দিয়ে হেলমেট পড়ে পালিয়ে বেড়ায়। সেই দলের নেত্রীর মনে হতাশা থাকবে এটাই স্বাভাবিক।”
আয়োজক সংগঠনের উপদেষ্টা হাজি মো. সেলিম এমপির সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরীসহ আয়োজক সংগঠনের নেতারা।