ডেস্ক : আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আজ মঙ্গলবার জেলায় জেলায় ব্যালট পেপার পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
জানা গেছে, ৩০০টির মধ্যে ২৯৩টি সংসদীয় আসনের জন্য ব্যালট পেপার পাঠাবে ইসি। বাকি সাতটির মধ্যে ছয়টিতে ব্যালট পেপারের পরিবর্তে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে এবং একটি সংসদীয় আসনে (গাইবান্ধা-৩) জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী মারা যাওয়ার কারণে ভোটগ্রহণ স্থগিত করেছে ইসি।
ইসির সহকারী সচিব সৈয়দ গোলাম রশিদ জানান, রাজধানীর বাংলাদেশ গভর্নমেন্ট (বিজি) প্রেস এবং গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস নামের দুটি সরকারি প্রেস থেকে আজ দুপুর ২টার দিকে ইসি ব্যালট পেপার পাঠানো শুরু করে।
সৈয়দ গোলাম রশিদ বলেন, অধিকাংশ সংসদীয় আসনের রিটার্নিং কর্মকর্তারা মঙ্গলবার ও বুধবার ব্যালট পেপার সংগ্রহ করতে পারবেন। প্রার্থিতা নিয়ে যেসব আসনে আইনি জটিলতা রয়েছে সেসব আসনের ব্যালট পেপার পরে পাঠানো হবে। জরুরি ভিত্তিতে ব্যালট পেপার পাঠানোর জন্য ইসি দুটি হেলিকপ্টার প্রস্তুত রেখেছে।
ইসির সহকারী সচিব আরও বলেন, উপজেলা পর্যায়ে ব্যালট পেপার ভোটের দুই-তিন দিন আগে পাঠানো হবে এবং ভোটকেন্দ্রে পাঠানো হবে নির্বাচনের আগের দিন। যে ছয় আসনে ইভিএম ব্যাবহার করা হবে সেগুলো হলো, ঢাকা-৬ ও-১৩, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২ এবং সাতক্ষীরা-২।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান