ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি বলেছেন, নৌকায় ভোট দিলে, শেখ হাসিনা জিতবে। উলিপুরের উন্নয়নে সব কিছুই করা হবে। আগামী ৩০ তারিখ সবাই ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দেবেন।
আজ মঙ্গলবার বিকেল ৫ টায় কুড়িগ্রামের উলিপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এরশাদ ই হাবীব মোফার সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নানক বলেন, বিএনপি-জামায়াতের সাথে জোট বেঁধেছে ড. কামাল হোসেন। তারা দেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্র বানানোর অপচেষ্টা চালাচ্ছে। ড. কামাল হোসেন একটা মাকাল ফল। তারা জিতলে দেশকে একটি জঙ্গি তৈরির কারখানা বানাবে। সন্ত্রাস বেড়ে যাবে। আওয়ামী লীগ দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে। আগামীতে বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশে পরিণত হবে।
তিনি আরো বলেন, নৌকা লাঙল মহাজোট করেছে, তারই অংশ হিসেবে উলিপুরে লাঙলের প্রার্থী ডা. আক্কাছ আলী সরকার নৌকার প্রার্থীকে সমর্থন দিয়েছেন। নৌকা-লাঙল একসাথে কাজ করলে আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক এমপি, কুড়িগ্রাম ৩ আসনের জাপা প্রার্থী অধ্যাপক ডা. আক্কাছ আলী সরকার এমপি, আওয়ামী লীগ প্রার্থী অধ্যাপক এম এ মতিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রিয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, সাংগঠনিক সম্পাদক আল মামুন সবুজ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ সরকারসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এ সময় জাপা প্রার্থী আক্কাছ আলী সরকার মঞ্চে তার বক্তব্যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদের নির্দেশে নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান