ডেস্ক : সেনা মোতায়েনকে স্বাগত জানিয়েছেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি আশা প্রকাশ করেছেন, সশস্ত্র বাহিনী অবশ্যই সকল দলের জন্য নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবে। সেই সঙ্গে তারা ইতিবাচক ভূমিকা রাখবে।
আজ রোববার সেনা মোতায়েনের এক দিন আগে বিবৃতি দিয়ে ড. কামাল হোসেন আশা প্রকাশ করেছেন, এর ফলে নির্বাচনে অনুকূল পরিবেশ সৃষ্টি হবে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কাল সোমবার থেকে দেশে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হবে। আগামী ১ জানুয়ারি পর্যন্ত সশস্ত্র বাহিনী থাকবে। ৩০ ডিসেম্বর ভোট গ্রহণ করা হবে।
আজ বিবৃতিতে ড. কামাল হোসেন বলেন, ‘সেনা মোতায়েনের ফলে নির্বাচনী পরিবেশে অনুকূল অবস্থা সৃষ্টি হবে। যেটি এর আগে ছিল না।’
বিবৃতিতে ড. কামাল হোসেন বলেন, ‘আমরা আশা করি, সশস্ত্র বাহিনী দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেবে না। কিংবা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করবে না। সশস্ত্র বাহিনী দেশ ও দেশের মানুষের পক্ষে থাকবে। কোনো ব্যক্তির হস্তক্ষেপে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে না।’