অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের

শিথিল হচ্ছে ঢাবির ইংরেজি বিভাগে ভর্তির শর্ত

বাংলার খবর২৪.কমindex_52809 : অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগে ভর্তির যোগ্যতা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইংরেজি বিভাগের পক্ষ থেকে শর্ত শিথিলের একটি প্রস্তাবও ইতোমধ্যে ‘খ’ ইউনিট ভর্তি কমিটির কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কয়েকটি সূত্র।

বৃহস্পতিবার বিকেলে ইংরেজি বিভাগ কর্তৃপক্ষের সঙ্গে ‘খ’ ইউনিট ভর্তি কমিটির প্রধান সমন্বয়কারী ও কলা অনুষদের ডিন অধ্যাপক সদরুল আমিন সভা করেন বলেও জানা গেছে। সভায় ভর্তির আসন সংখ্যা কিভাবে পূর্ণ করা হবে তা নিয়ে আলোচনা হয়েছে।

জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ‘খ’ ইউনিট থেকে ইংরেজি বিভাগে ভর্তির জন্য আসন আছে ১২৫টি। কিন্তু এবারের পরীক্ষার ফলাফলে ভর্তির শর্ত পূরণ করতে পেরেছে মাত্র দু’জন পরীক্ষার্থী। এমতাবস্থায় ইংরেজি বিভাগে ভর্তির শর্ত শিথিল করা হচ্ছে।

এ বিষয়ে ইংরেজি বিভাগের চেয়ারপারসন অধ্যাপক তাহমিনা আহমেদ বলেন, ভর্তি পরীক্ষার মাধ্যমে পূর্বঘোষিত শর্ত পূরণ করতে পারেনি অনেকে। তাই আমরা সভায় বসেছি। সেখানে উপস্থিত সবাই ভর্তির শর্ত শিথিল করার পক্ষে মত দিয়েছেন।

তিনি জানান, শর্ত শিথিলের প্রস্তাব ভর্তি কমিটির কাছে পাঠানো হবে। অনুমোদন করলেই সেটি কার্যকর হবে। তবে কোন কোন ক্ষেত্রে এবং কতটুকু শর্ত শিথিল করার প্রস্তাব করা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট করেননি বিভাগের চেয়ারপাসন।

তিনি আরো বলেন, ‘আমরা তো কোনো আসন খালি রাখতে পারি না। তাই শিথিলের প্রস্তাব করেছি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে এ বছর ১৫০ শিক্ষার্থী ভর্তি করানো হবে। যার মধ্যে ‘খ’ ইউনিট থেকে আসবেন ১২৫ জন; বাকিরা ‘ঘ’ ইউনিট থেকে। কিন্তু ‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষায় ইংরেজি বিভাগের ভর্তির জন্য যে শর্ত রয়েছে তা পূরণ করতে পেরেছেন মাত্র দু’জন শিক্ষার্থী। আবার যোগ্য দু’জন প্রার্থী যদি অন্য কোনো বিভাগ বাছাই করে নেন, তাহলে তাহলে একজনও পাচ্ছে না ইংরেজি বিভাগ।

জানা গেছে, ইংরেজি বিভাগে ভর্তির জন্য এ বছর নতুন করে শর্তারোপ করায় এমন সংকটময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভর্তির শর্ত হিসেবে এবার এইচএসসি ও এসএসসিতে ইংরেজিতে ২০০ নম্বর থাকার পাশাপাশি ভর্তি পরীক্ষায় বাধ্যতামূলকভাবে ‘ইলেকটিভ ইংলিশ’ উত্তর দেওয়া বাধ্যতামূলক করা হয়। সেই সঙ্গে রয়েছে ভর্তি পরীক্ষায় ‘সাধারণ ইংরেজিতে’ ২০ এবং ‘ইলেকটিভ ইংলিশে’ ১৫ পেতে হবে- এমন শর্ত রয়েছে।

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর ‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলাফল প্রকাশ করা হয় গত মঙ্গলবার সন্ধ্যায়। এ বছর ভর্তি পরীক্ষায় ৪০ হাজার ৫৬৫ জন। এদের মধ্যে সঠিক প্রক্রিয়ায় ‘ইলেটিভ ইংলিশ’ উত্তর করেছে এমন শিক্ষার্থী পাওয়া গেছে মাত্র ১৭ জন। এর মধ্যে ১৫ জন উত্তীর্ণ হলেও ইংরেজি বিভাগে ভর্তির শর্ত পূরণ করতে পেরেছে মাত্র দু’জন। বাকিরা ইলেকটিভ ইংলিশে শর্তানুযায়ী ১৫ নম্বর না পাওয়ায় ইংরেজি বিভাগে ভর্তি হতে পারবে না।

এছাড়া আরো অনেকে ‘ইলেকটিভ ইংলিশ’ অংশের উত্তর করলেও প্রক্রিয়া সঠিক না হওয়ায় তাদের উত্তরপত্র বাতিল করা হয়েছে। তবে তাদের সঠিক সংখ্যা জানাতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কলা অনুষদের নোটিশ বোর্ডে টানানো ফলাফল বিশ্লেষণ করে করে দেখা যায়, মেধাক্রম ৩-এ থাকা জান্নাতুল ফেরদৌস দোলা এবং মেধাক্রম ১০৬-এ থাকা শাহবাজ আমিন ভূঁইয়া ইংরেজি বিভাগে ভর্তির শর্ত পূরণ করতে পেরেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া

শিথিল হচ্ছে ঢাবির ইংরেজি বিভাগে ভর্তির শর্ত

আপডেট টাইম : ০২:০০:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০১৪

বাংলার খবর২৪.কমindex_52809 : অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগে ভর্তির যোগ্যতা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইংরেজি বিভাগের পক্ষ থেকে শর্ত শিথিলের একটি প্রস্তাবও ইতোমধ্যে ‘খ’ ইউনিট ভর্তি কমিটির কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কয়েকটি সূত্র।

বৃহস্পতিবার বিকেলে ইংরেজি বিভাগ কর্তৃপক্ষের সঙ্গে ‘খ’ ইউনিট ভর্তি কমিটির প্রধান সমন্বয়কারী ও কলা অনুষদের ডিন অধ্যাপক সদরুল আমিন সভা করেন বলেও জানা গেছে। সভায় ভর্তির আসন সংখ্যা কিভাবে পূর্ণ করা হবে তা নিয়ে আলোচনা হয়েছে।

জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ‘খ’ ইউনিট থেকে ইংরেজি বিভাগে ভর্তির জন্য আসন আছে ১২৫টি। কিন্তু এবারের পরীক্ষার ফলাফলে ভর্তির শর্ত পূরণ করতে পেরেছে মাত্র দু’জন পরীক্ষার্থী। এমতাবস্থায় ইংরেজি বিভাগে ভর্তির শর্ত শিথিল করা হচ্ছে।

এ বিষয়ে ইংরেজি বিভাগের চেয়ারপারসন অধ্যাপক তাহমিনা আহমেদ বলেন, ভর্তি পরীক্ষার মাধ্যমে পূর্বঘোষিত শর্ত পূরণ করতে পারেনি অনেকে। তাই আমরা সভায় বসেছি। সেখানে উপস্থিত সবাই ভর্তির শর্ত শিথিল করার পক্ষে মত দিয়েছেন।

তিনি জানান, শর্ত শিথিলের প্রস্তাব ভর্তি কমিটির কাছে পাঠানো হবে। অনুমোদন করলেই সেটি কার্যকর হবে। তবে কোন কোন ক্ষেত্রে এবং কতটুকু শর্ত শিথিল করার প্রস্তাব করা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট করেননি বিভাগের চেয়ারপাসন।

তিনি আরো বলেন, ‘আমরা তো কোনো আসন খালি রাখতে পারি না। তাই শিথিলের প্রস্তাব করেছি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে এ বছর ১৫০ শিক্ষার্থী ভর্তি করানো হবে। যার মধ্যে ‘খ’ ইউনিট থেকে আসবেন ১২৫ জন; বাকিরা ‘ঘ’ ইউনিট থেকে। কিন্তু ‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষায় ইংরেজি বিভাগের ভর্তির জন্য যে শর্ত রয়েছে তা পূরণ করতে পেরেছেন মাত্র দু’জন শিক্ষার্থী। আবার যোগ্য দু’জন প্রার্থী যদি অন্য কোনো বিভাগ বাছাই করে নেন, তাহলে তাহলে একজনও পাচ্ছে না ইংরেজি বিভাগ।

জানা গেছে, ইংরেজি বিভাগে ভর্তির জন্য এ বছর নতুন করে শর্তারোপ করায় এমন সংকটময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভর্তির শর্ত হিসেবে এবার এইচএসসি ও এসএসসিতে ইংরেজিতে ২০০ নম্বর থাকার পাশাপাশি ভর্তি পরীক্ষায় বাধ্যতামূলকভাবে ‘ইলেকটিভ ইংলিশ’ উত্তর দেওয়া বাধ্যতামূলক করা হয়। সেই সঙ্গে রয়েছে ভর্তি পরীক্ষায় ‘সাধারণ ইংরেজিতে’ ২০ এবং ‘ইলেকটিভ ইংলিশে’ ১৫ পেতে হবে- এমন শর্ত রয়েছে।

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর ‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলাফল প্রকাশ করা হয় গত মঙ্গলবার সন্ধ্যায়। এ বছর ভর্তি পরীক্ষায় ৪০ হাজার ৫৬৫ জন। এদের মধ্যে সঠিক প্রক্রিয়ায় ‘ইলেটিভ ইংলিশ’ উত্তর করেছে এমন শিক্ষার্থী পাওয়া গেছে মাত্র ১৭ জন। এর মধ্যে ১৫ জন উত্তীর্ণ হলেও ইংরেজি বিভাগে ভর্তির শর্ত পূরণ করতে পেরেছে মাত্র দু’জন। বাকিরা ইলেকটিভ ইংলিশে শর্তানুযায়ী ১৫ নম্বর না পাওয়ায় ইংরেজি বিভাগে ভর্তি হতে পারবে না।

এছাড়া আরো অনেকে ‘ইলেকটিভ ইংলিশ’ অংশের উত্তর করলেও প্রক্রিয়া সঠিক না হওয়ায় তাদের উত্তরপত্র বাতিল করা হয়েছে। তবে তাদের সঠিক সংখ্যা জানাতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কলা অনুষদের নোটিশ বোর্ডে টানানো ফলাফল বিশ্লেষণ করে করে দেখা যায়, মেধাক্রম ৩-এ থাকা জান্নাতুল ফেরদৌস দোলা এবং মেধাক্রম ১০৬-এ থাকা শাহবাজ আমিন ভূঁইয়া ইংরেজি বিভাগে ভর্তির শর্ত পূরণ করতে পেরেছেন।