ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ সদরে নাশকতার অভিযোগে ছাত্র ও যুবদলের ১৬ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় অজ্ঞাত আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়েছে। আর ত্রিশালে আওয়ামীলীগের মঞ্চ পোড়ানোর মামলায় বিএনপি’র ৩ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৩ ডিসেম্বর) বিকেলে কোতোয়ালি মডেল থানায় নাশকতার অভিযোগে ছাত্র-যুবদলের ১৬ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয় এবং রোববার সকাল ও দুপুরে ত্রিশালের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে আ’লীগের মঞ্চ পোড়ানোর মামলায় বিএনপি’র ৩ নেতাকে গ্রেফতার করা হয়।
ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় থানার উপ-পরিদর্শক (এসআই) উজ্জ্বল কান্তি সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, কোতোয়ালি মডেল থানায় দায়ের করা মামলার এজাহারে বাদী স্বেচ্ছাসেবক লীগের সমর্থক কৃষিবিদ নাসির আহমেদ জুয়েল উল্লেখ করেন, শনিবার (২২ ডিসেম্বর) রাতে তিনি স্থানীয় মনতলা এলাকায় স্বেচ্ছাসেবক লীগের সভায় যাচ্ছিলেন।এসময় ছাত্র ও যুবদলের নেতাকর্মীরা তার পথ গতিরোধ করে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। পরে রাতেই এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়।
মামলায় আসামিরা হলেন- কেন্দ্রীয় যুবদল নেতা এনামুল হক আকন্দ লিটন, দক্ষিণ জেলা যুবদল নেতা সোহেল পাঠান, জেলা ছাত্রদল সভাপতি মাহাবুবুর রহমান রানা, সাধারণ সম্পাদক আবু দাউদ রায়হানসহ ১৬ জন।
অপরদিকে ত্রিশালে আওয়ামী লীগের নির্বাচনী মঞ্চ পুড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ত্রিশাল ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক মেম্বার (৫০), বালিপাড়া বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী (৪৮) ও উপজেলা বিএনপি’র সদস্য ওবায়দুল্লাহ (৪৫)কে রোববার সকাল ও দুপুরে ত্রিশালের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ।
ত্রিশাল থানা পুলিশ জানায়, মামলার এজাহারে উল্লেখ করা হয় উপজেলার হরিরামপুর বাজারে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী সভা হওয়ার কথা ছিলো। এজন্য মঞ্চও তৈরি হচ্ছিলো। কিন্তু শনিবার (২২ ডিসেম্বর) রাতে স্থানীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক মেম্বারের নেতৃত্বে বিএনপি’র নেতা-কর্মীরা মিছিল করে ওই মঞ্চ পুড়িয়ে দেয়। পরে এই ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা সুলতান মেম্বার বাদী হয়ে ৬৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে আসামি করে নাশকতার অভিযোগে ত্রিশাল থানায় একটি মামলা দায়ের করেন।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, এই ঘটনায় স্থানীয় চিকনা মোড়, বালিপাড়া ও কানিহারী এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত ৩ বিএনপি নেতাকে গ্রেফতার করা হয়েছে।