বাংলার খবর২৪.কম : শুভ পরিণয়ে আবদ্ধ হয়ে জীবনের নতুন ইনিংস শুরু করলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। বৃহস্পতিবার রাতে রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে জান্নাতুল কিফাইয়াত মন্ডির সঙ্গে অনুষ্ঠিত হলো তার বিবাহ অনুষ্ঠান।
মুশফিকের পরিবার সূত্র জানিয়েছে, বিবাহ অনুষ্ঠানে দুই পরিবার, তাদের ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার উপস্থিত ছিলেন। তবে বিবাহত্তর সংবর্ধনায় জাতীয় ক্রিকেট দলের সবাই থাকবেন।
এর আগে গত বুধবার মুশফিক-মন্ডির গায়ে হলুদ অনুষ্ঠান সম্পন্ন হয়।
মুশফিকের পরিবার আরো জানায়, গায়ে হলুদ এবং বিয়ের অনুষ্ঠানটি একান্তই ঘরোয়া পরিবেশে হয়েছে। তাই বাইরের কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। সাংবাদিকদের আমন্ত্রণ করা হয়েছে আগামী ২৭ সেপ্টেম্বর, বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে। ওই যত খুশি সংবাদ সংগ্রহ আর ছবি তোলার সুযোগ রাখা হয়েছে বলেও জানায় অধিনায়কের পরিবার।
মুশফিকের বাবা জানিয়েছেন ‘বিয়ের অনুষ্ঠানে অনেক গণ্যমান্য ব্যক্তিরা এসেছেন। সবাই আমার ছেলে ও নববধুকে দোয়া করেছেন। প্রধানমন্ত্রী ও সাবেক বিরোধীদলীয় নেতা ব্যস্ততার কারণে উপস্থিত থাকতে পারেননি।
এদিকে, বৃহস্পতিবার বেইলি রোড অফিসার্স ক্লাবে বিবাহের অনুষ্ঠানে গিয়ে অনেক সংবাদকর্মীই ফিরে এসেছেন। পরে জানা যায় যায়, অফিসার্স ক্লাবে নয়, বিয়ে হচ্ছে লেডিস ক্লাবে। সেখানে যেসব মিডিয়াকর্মীরা উপস্থিত হতে পেরেছেন তাদের আবার ছবি না তোলার জন্য বিশেষ অনুরোধ করা হয় মুশফিকের পরিবারের পক্ষ থেকে।
মুশফিকের পরিবার এ সময় জানায়, আগামী শনিবার এয়ারপোর্ট রোডের গলফ গার্ডেনে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে। মুশফিকের নিজ শহর বগুড়ায় আরেকটি বড় আয়োাজন হবে ঈদের পর ১০ অক্টোবর।
প্রসঙ্গত, জাতীয় দলের আরেক ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদের শ্যালিকা মন্ডি। গত বছরের শুরুতে মাহমুদুল্লাহর বিবাহ অনুষ্ঠানে পরিচয় হয় এই জুটির। সেখান থেকে মনের আদান-প্রদান। এরপর গত বছর অক্টোবর মাসে আংটি বদল করেন মুশফিক ও মন্ডি। আর এবার একসঙ্গে সংসার জীবন শুরু করলেন তারা
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান