ডেস্ক: দেশের বাজারে সাড়ে চার মাস পর স্বর্ণের দর ভরিতে এক হাজার ১৬৬ টাকা বাড়ানো হয়েছে।
এর ফলে সবচেয়ে ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেট মানের স্বর্ণের দর দাঁড়াল ভরিপ্রতি ৪৮ হাজার ৬৩৮ টাকা। শনিবার পর্যন্ত এ মানের স্বর্ণের দর ছিল ভরিপ্রতি ৪৭ হাজার ৪৭২ টাকা।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) স্বর্ণের দাম বাড়ানোর কথা জানায়। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের দর নির্ধারণ করা হয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার থেকে নতুন দর কার্যকর হবে।
নতুন দরে ২১ ক্যারেট মানের স্বর্ণের দাম ধরা হয়েছে ভরিপ্রতি ৪৬ হাজার ৩৬৪ টাকা। শনিবার পর্যন্ত ওই মানের স্বর্ণের ভরিপ্রতি ৪৫ হাজার ১৯৮ টাকায় বিক্রি হচ্ছে। ১৮ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি ৪০ হাজার ১২৪ টাকা থেকে বেড়ে হয়েছে ৪১ হাজার ২৯০ টাকা। তবে সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বাড়ানো হয়নি। সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ২৭ হাজার ৫৮৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।
এদিকে, ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রূপার দরও এক হাজার ৫০ টাকায় অপরিবর্তিত আছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান