বাংলার খবর২৪.কম : ঈদকে সামনে রেখে রাজধানীতে হঠাৎ অজ্ঞানপার্টির তৎপরতা বেড়ে গেছে। অজ্ঞান করে মানুষের সবকিছু হাতিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছে সংঘবদ্ধ চক্র। গত ১২ ঘণ্টায় নগরীতে বিভিন্ন পেশার ১০ ব্যক্তি অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন। তাদেরকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার নগরীর সায়েদাবাদ, গুলিস্তান, মিরপুর এবং টঙ্গী থেকে নানা পেশার ১০ জনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ঢামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১২ ঘণ্টায় নগরীর বাস টার্মিনালসহ ব্যস্ততম এলাকা থেকে ১০ জনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তারা হলেন, মুগদায় আব্দুল্লাহ আল ফাহিম (৩৫), গুলিস্তানে মাসুদ (৩৩) ও কামরুল হাসান (৩৬), রায়েরবাজারে শাহাবুদ্দিন (৩৫), সায়েদাবাদে রাজীব (২৩), ফুলবাড়িয়ায় পলাশ (২৮), টঙ্গীতে সিএনজি চালক নাগর আলী (৩০), সায়েদাবাদে মহসিন (২৮), মিরপুরের পল্লবীতে এমদাদ (৫০) এবং শনিরাআখড়ায় মিন্টু মিয়া (৩০)।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান