ডেস্ক: পাউরুটির দাম বৃদ্ধি করায় রাস্তায় আন্দোলনে নামে পূর্ব সুদানের নাগরিকেরা। বিক্ষোভে বাঁধা দেয় দেশটির পুলিশ।
একপর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের ওপর গুলি চালায়। এতে ৮ জন আন্দোলনকারীর মৃত্যু হয়েছে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত সপ্তাহে দেশটির সরকার পাউরুটির দাম বৃদ্ধি করে। দাম বাড়ানো হয় এক সুদানিজ পাউন্ড থেকে তিন সুদানিজ পাউন্ডে। এই বৃদ্ধির ফলেই গোটা দেশজুড়ে আন্দোলন শুরু হয়েছে।
গত বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্টের প্যালেসের সামনে বিক্ষোভ আবার দেখাতে শুরু করেন আন্দোলনকারীরা। সেখানেই পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি।
পুলিশ ছত্রভঙ্গ করতে প্রথমে কাঁদানে গ্যাস ছোড়ে। সেখানে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন আহত হন।
এছাড়া দেশটির রাজধানী থেকে ৪০০ কিলোমিটার দূরে আটবারা শহরে আরো ২ বিক্ষোভকারীর মৃত্যু হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান