(নোয়াখালী প্রতিনিধি) : আওয়ামী লীগের সাধারন সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে বসন্তের কোকিল উল্লেখ করে বলেন, তার বেলা শেষ।
তিনি বলেন, ভোট আসলে এই বসন্তের কোকিল আসেন আবার ভোট গেলে বসন্তের কোকিল চলে যান। জনবিচ্ছিন্ন মওদুদ উন্নয়নের নামে ২২ বছর জনগণকে কলা দেখিয়ে মুলা ঝুলাইছে আর বাঙালীরে হাইকোর্ট দেখাইছে।
তিনি বৃহস্পতিবার সকালে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ এর কোম্পানীগঞ্জের চরকাঁকড়া, চরফকিরা, রামপুর ও মুছাপুর ইউনিয়নে গণসংযোগকালে চরফকিরার ভূমিহীন বাজারে এক পথসভায় এসব কথা বলেন। এসময় এলাকার শত শত নারী পুরুষ উপস্থিত ছিলেন।
তিনি বলেন, মওদুদ আহমদ অতীতে জনগণকে যতো প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা করেছেন তার কিছুই পূরণ করেননি। তার প্রতিশ্রুতির সবই ভুয়া। তিনি বলেন, তারা নিশ্চিত পরাজয় জেনে ভিত্তিহীন অলীক অভিযোগ তুলছে, বাস্তবের সঙ্গে যার কোন মিল নেই। দিন যতো যাচ্ছে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছে ভোটের মাঠে তাদের ভাঙা হাট আর জমছে না।
জনবিচ্ছিন্নরা কূটনৈতিক আর প্রেসের (সাংবাদিক) সাথে বসা ছাড়া কর্মী-সমর্থকদের সাথেও কোন সম্পর্ক নাই। তাদের ডাকসাইটে নেতা মওদুদ আহমদ বাধাহীনভাবে নির্বাচনী প্রচারণা চালালেও তার সঙ্গে দলের কোন নেতাকর্মী নেই। তার বেলা শেষ।
গনসংযোগকালে তার সঙ্গে ছিলেন, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সাহাব উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি নুরুল করিম জুয়েল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জায়েদল হক কচি প্রমুখ নেতৃবৃন্দ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান