পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo এলজিইডিতে কে এই বহুরুপী ফাত্তাহ Logo লালমনিরহাটে পিস্তল-গুলিসহ তিনজন আটক Logo বগুড়ায় সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত Logo যশোর ঝিকরগাছায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, দু’ছাত্রদল নেতাসহ চারজন আটক Logo বাউফলে পুলিশ ফাঁড়ি পুনঃস্থাপনের দাবিতে মানববন্ধন Logo জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি পেশ করলেন শিক্ষকগণ Logo ভোলপাল্টে দূর্নীতি সচল রেখেছেন ইমারত পরিদর্শক মুরাদ আলী খান Logo কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা ভিজিএফ চালের স্লিপ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৬জন আহত Logo নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পে চলছে হরিলুট দেখার কেউ নেই Logo ‘জুলাই যোদ্ধা’ গেজেটে ভুয়া তালিকাভুক্তির অভিযোগে সংবাদ সম্মেলন

শাবির ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

বাংলার খবর২৪.কমindex_52816 : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) সকল বিভাগের সব ক্লাস-পরীক্ষা ২৯ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।

বৃহস্পতিবার বিকেলে সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক ফারুক উদ্দিন।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন সকলের নিরাপত্তার কথা বিবেচনা করে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে।’

এদিকে ঈদ ও পূজা উপলক্ষে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে বলে জানান তিনি।

তিনি আরো জানান, সিন্ডিকেটের সভায় ছাত্রলীগ নেতার ওপর হামলার ঘটনা খতিয়ে দেখতে গণিত বিভাগের প্রফেসর ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাসকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির বাকি সদস্যরা হলেন- প্রক্টর হিমাদ্রী শেখর রায়, ছাত্র কল্যাণ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের প্রফেসর ড. গোলাম কিবরিয়া, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক নিলয় চন্দ্র সরকার।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীসহ সকলের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যেও রসায়ন বিভাগের প্রফেসর ও শিক্ষক সমিতির সভাপতি ড. মোহম্মদ ইউনুসকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন, প্রফেসর ড. নজরুল ইসলাম ও ফারুক উদ্দিন।

উল্লেখ্য, বুধবার রাত ১১টার দিকে শাবি প্রধান গেইটের পাশে মা-মণি রেস্টুরেন্টের সামনে ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য উত্তম কুমার দাস, শাবি ছাত্রলীগের সহ-সভাপতি অঞ্জন রায়, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা বিজিত লাল দাশ ও আইনুল ইসলাম আড্ডা দিচ্ছিলেন। এসময় তিনটি মোটরসাইকেলে সাত/আট জন মুখোশধারী এসে হামলা চালায়।

দুর্বৃত্তরা কুপিয়ে উত্তম কুমার দাস ও আইনুল ইসলামকে আহত করে। পরে তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বুধবার রাতেই উত্তমকে ঢাকায় পাঠানো হয়। তার হাতের আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া গলা ও পাসহ শরীরের বিভিন্ন অংশে কোপের দাগ রয়েছে।

এদিকে, ছাত্রলীগ নেতা উত্তম কুমারের ওপর হামলার ঘটনায় জালালাবাদ থানায় পৃথক দুটি মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে শিবির নেতা জাবেদকে আসামি করে মামলা দায়ের করেছেন জালালাবাদ থানার এসআই মাহমুদুর রশিদ। মামলা নং ১৭।

অপরদিকে, হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ইশফাকুল হোসেন বাদী হয়ে জালালাবাদ থানায় অজ্ঞাতদের আসামি করে একটি মামলা করেছেন। মামলা নং ১৬।

এদিকে, বৃহস্পতিবার শাবি শিবিরের স্কুল বিষয়ক সম্পাদক জাবেদকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

এলজিইডিতে কে এই বহুরুপী ফাত্তাহ

শাবির ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

আপডেট টাইম : ০১:৪৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০১৪

বাংলার খবর২৪.কমindex_52816 : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) সকল বিভাগের সব ক্লাস-পরীক্ষা ২৯ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।

বৃহস্পতিবার বিকেলে সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক ফারুক উদ্দিন।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন সকলের নিরাপত্তার কথা বিবেচনা করে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে।’

এদিকে ঈদ ও পূজা উপলক্ষে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে বলে জানান তিনি।

তিনি আরো জানান, সিন্ডিকেটের সভায় ছাত্রলীগ নেতার ওপর হামলার ঘটনা খতিয়ে দেখতে গণিত বিভাগের প্রফেসর ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাসকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির বাকি সদস্যরা হলেন- প্রক্টর হিমাদ্রী শেখর রায়, ছাত্র কল্যাণ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের প্রফেসর ড. গোলাম কিবরিয়া, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক নিলয় চন্দ্র সরকার।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীসহ সকলের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যেও রসায়ন বিভাগের প্রফেসর ও শিক্ষক সমিতির সভাপতি ড. মোহম্মদ ইউনুসকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন, প্রফেসর ড. নজরুল ইসলাম ও ফারুক উদ্দিন।

উল্লেখ্য, বুধবার রাত ১১টার দিকে শাবি প্রধান গেইটের পাশে মা-মণি রেস্টুরেন্টের সামনে ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য উত্তম কুমার দাস, শাবি ছাত্রলীগের সহ-সভাপতি অঞ্জন রায়, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা বিজিত লাল দাশ ও আইনুল ইসলাম আড্ডা দিচ্ছিলেন। এসময় তিনটি মোটরসাইকেলে সাত/আট জন মুখোশধারী এসে হামলা চালায়।

দুর্বৃত্তরা কুপিয়ে উত্তম কুমার দাস ও আইনুল ইসলামকে আহত করে। পরে তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বুধবার রাতেই উত্তমকে ঢাকায় পাঠানো হয়। তার হাতের আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া গলা ও পাসহ শরীরের বিভিন্ন অংশে কোপের দাগ রয়েছে।

এদিকে, ছাত্রলীগ নেতা উত্তম কুমারের ওপর হামলার ঘটনায় জালালাবাদ থানায় পৃথক দুটি মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে শিবির নেতা জাবেদকে আসামি করে মামলা দায়ের করেছেন জালালাবাদ থানার এসআই মাহমুদুর রশিদ। মামলা নং ১৭।

অপরদিকে, হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ইশফাকুল হোসেন বাদী হয়ে জালালাবাদ থানায় অজ্ঞাতদের আসামি করে একটি মামলা করেছেন। মামলা নং ১৬।

এদিকে, বৃহস্পতিবার শাবি শিবিরের স্কুল বিষয়ক সম্পাদক জাবেদকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন।