ডেস্ক : আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি টানা দ্বিতীয়বারের মতো গোল্ডেন বুট জিতলেন। এ নিয়ে ইউরোপিয়ান সর্বোচ্চ গোলদাতার এই পুরস্কার রেকর্ড পঞ্চমবারের মত নিজের করে নিলেন এই বার্সেলোনা সুপারস্টার।
প্রতি বছর ইউরোপের শ্রেষ্ঠ লিগগুলোর খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতাকে এই পুরষ্কার দেয়া হয়। ৩৬ ম্যাচে ৩৪ বার প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন মেসি। এবছর তিনি পেছনে ফেলেন মোহাম্মদ সালাহ (৩২) এবং হ্যারি কেনকে (৩০)।
এর আগে ২০০৯/১০ মৌসুমে ৩৪ গোল করে প্রথম এই পুরস্কার জিতেছিলেন মেসি। এরপর ২০১১/১২ মৌসুমে ৫০ গোল, ২০১২/১২ মৌসুমে ৪৬ গোল এবং ২০১৬/১৭ মৌসুমে ৩৭ গোল করে গোল্ডের বুট নিজের ঘরে তুলে নেন মেসি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান