বাংলার খবর২৪.কম : প্রতি বছরের মতো এ বছরও একাডেমী এ্যাওয়ার্ড (অস্কার) ২০১৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর বিদেশী ভাষার চলচ্চিত্র প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ থেকে মনোনীত হয়েছে ‘জোনাকীর আলো’। ২৫ সেপ্টেম্বর দুপুরে ঢাকার স্থানীয় একটি হোটেলে বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজর পক্ষে এ মনোনয়নের ঘোষণা দেন অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান হাবিবুর রহমান খান। উপস্থিত ছিলেন আবু মুসা দেবু, রেজা লতিফ, প্রফেসর সেলিম ও রোকেয়া প্রাচী।
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড প্রযোজিত চলচ্চিত্র জোনাকীর আলো পরিচালনা করেছেন খালিদ মাহমুদ মিঠু। এখানে অভিনয় করেছেন- ইমন, বিদ্যা সিনহা মিম, কল্যাণ, দিতি, তারিক আনাম খান, মিতা চৌধুরী, মাসুদ আলী খান, আনিস, শামস সুমন, পুতুল, গাজী রাকায়েত, মৃনাল দত্ত প্রমুখ। সঙ্গীত পরিচালনা করেছেন- ইমন সাহা, শাহরিয়ার সাজ, ইবরার টিপু ও হায়দার হোসেন। আবহ সঙ্গীত: বিপ্লব বড়–য়া। বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন- ন্যান্সি, বাপ্পা মজুমদার, কনা, ইবরার টিপু, পড়শি, আগুন, মৃনাল দত্ত ও হায়দার হোসেন।
উল্লেখ্য, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড’র এই চলচ্চিত্রটি সম্প্রতি রোমানিয়ায় অনুষ্ঠিত বিখ্যাত ব্রার্সভ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেয়েছে। এছাড়া মুম্বাই চলচ্চিত্র উৎসবেও দর্শকদের ভোটে সেরা চলচ্চিত্রের পুরস্কার অর্জন করেছিল।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান