ডেস্ক :চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া) আসনে ঐক্যফ্রন্টের অন্যতম শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রার্থী কর্নেল (অব:) অলি আহমেদের নির্বাচনী প্রচারণায় হামলা চালিয়ে তার ছেলে প্রফেসর ওমর ফারুকের আঙ্গুল কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (১৫ ডিসেম্বর) দুপুরে সাতকানিয়া থানার তেমুহনী এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবির।
তিনি বলেন, বিকেল সাড়ে ৩ টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। এ ঘটনায় এখনও পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগও করেনি। তবে কে বা কারা এ হামলা চালিয়েছে আমরা তা তদন্ত করে দেখছি।
কর্নেল অলির নির্বাচনী মিডিয়া সেলের সমন্বয়ক মো. জসিম উদ্দিন জানান, শনিবার দুপুরের দিকে অলি আহমেদের পক্ষে তার ছেলে ওমর ফারুক গণসংযোগে বের হন। বেলা দেড়টার দিকে কর্নেল অলির পক্ষে গণসংযোগ করার সময় চৌমুহনী সাইক্লোন সেন্টারের সামনে ওমর ফারুকসহ নেতা-কর্মীরা হামলার শিকার হয়।
এসময় হামলাকারীরা ওমর ফারুকের বাম হাতের আঙুল কেটে ফেলে। এ হামলায় কেওচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সাঈদ, তার বড়ভাই আব্দুস সালাম ও ছেলে আব্দুল গফুরও আহত হয়েছেন বলে জানান তিনি।
জসিম উদ্দিন জানান, রক্তাক্তবস্থায় তাদের সবাইকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গুরুতর আবস্থায় ওমর ফারুককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলাব্রত বড়ুয়া বলেন, ওমর ফারুককে রক্তাক্ত অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। তবে, প্রাথমিক চিকিৎসার পর পরিবারের সদস্যরা তাকে নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেছেন।
শীলাব্রত বড়ুয়া বলেন, ওমর ফারুকের বাম হাতের একটি আঙুল কাটা ছিল। শরীরের বিভিন্ন অংশেও আঘাতের চিহ্ন রয়েছে।
প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া) আসনে এলডিপির দলীয় ছাতা প্রতীকে নির্বাচন করছেন অলি আহমদ বীরবিক্রম।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান