বাংলার খবর২৪.কম,ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, চাপিয়ে দেয়া অবৈধ মার্কিন নিষেধাজ্ঞা বড় ধরনের নিষ্ঠুরতা এবং মানবাধিকার পরিপন্থী। ড. রুহানি বুধবার ওয়াশিংটন পোষ্টকে দেয়া সাক্ষাতকারে এ কথা বলেন।
এসময় তিনি প্রশ্ন করেন- এই নিষেধাজ্ঞা কি মার্কিন জনগণ, অর্থনীতি সর্বোপরি বিশ্বের জন্য কোন উপকার বয়ে নিয়ে আসছে? তিনি বলেন, গত নভেম্বরে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে স্বাক্ষরিত অন্তবর্তী চুক্তিতে দেয়া সব অঙ্গীকার বাস্তবায়ন করা হচ্ছে। আস্থা সৃষ্টির লক্ষ্যে এসব পদক্ষেপ নেয়া হচ্ছে।
ইরানের পরমাণু ইস্যুতে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শান্তিপূর্ণভাবে পরমাণু কর্মসূচি এগিয়ে নেয়ার অধিকার তেহরানের রয়েছে।
তিনি বলেন, ইরান কোন অবস্থাতেই পরমাণু অস্ত্র তৈরি, মজুদ বা ব্যবহার করবে না। ড. রুহানি আরও বলেন, ইরানের পরমাণু কর্মসূচি জ্বালানি এবং চিকিৎসা খাতে ব্যবহার করা হবে।
রুহানি বলেন, ইরানের পরমাণু ইস্যুতে বিদ্যমান মতপার্থক্য দূর করে একটি ঐতিহাসিক চুক্তিতে পৌঁছার জন্য ছয় জাতিগোষ্ঠীকেও তাদের সদিচ্ছা দেখাতে হবে এবং শান্তিপূর্ণভাবে পরমাণু শক্তি ব্যবহারের অধিকারকে স্বীকৃতি দিতে হবে।
গত শুক্রবার সকাল থেকে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সংস্থাটির পাঁচ স্থায়ী সদস্য দেশ ও জার্মানিকে নিয়ে গঠিত (৫+১) গ্রুপের সঙ্গে ইরানের নতুনকরে আলোচনা শুরু হয়েছে। সূত্র : আইআরআইবি
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান