
মোঃ তহিরুল ইসলাম জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা।
চুয়াডাঙ্গা জেলা বেগমপুর ক্যাপ এর ইনচার্জ আফজাল হোসেন বলেন আজ আমাদের মন- মানসিকতা এমন এক পর্যায়ে চলে গেছে যে আমরা পুলিশ আনসার কে শএু মনে করি। কিন্তু না পুলিশ হলো জনগনের এক মাএ বিপদের দিনের বন্ধু। এটা সবাইকে মেনে নিতে হবে। আজ যে সব রাজনৈতিক ব্যাক্তিগন সরাসরি পুলিশ, আনসারদে নাম তুলে মিডিয়ার সামনে বড় বড় কথা বলছেন আপনরা বিপদে পড়লে পুলিশকেই কিন্তু ডাকেন কথাটা মাথায় রাইখেন।আপনার বেইমানি করেন কিন্তু পুলিশ ১০০% বেইমানি করবে না। রাত ১২টার সময় খোজ করলেও পুলিশকে পাবেন। নির্বাচন নিয়ে পুলিশ সম্পর্কে অনেকে অনেক কথা বলতেছেন এটা কিন্তু ঠিকনা। পুলিশ আনসার কোন রাজনৈতিক দলের গঠন করা দল না এটা একটা নিরপেক্ষ বাহিনী। কোন দল আসে-গেলো এটা পুলিশের দেখার ব্যাপার না, কারন পুলিশ সর্বদায় দেশ ও জাতির উন্নয়ন চায়। পুলিশের কাজ এ দেশে আইনের শাসন প্রতিস্ঠা করা।
আপনরা যারা চায়েন দোকানে যেখানে সেখানে পুলিশ নিয়ে প্রশ্ন তুলছেন। মিডিয়ার সমানে বলছেন। তাদেরকে জানা উচিত টাকা থাকলে পুলিশ কেনা যায় না কোটি কোটি টাকা দিয়ে এক জন সৎ পুলিশ অফিসারের নীতি তথা পুলিশ বাহিনীর নীতি কিনতে পারবেন না সম্ভব ও নয়। কারন পুলিশ আনসার এক জন নয় এক একটি বাহিনী তাই সকলের উচিত বাহিনীকে নিয়ে বাজে মন্তব্য না করা। সকলের উচিত অধ্যায় সমালোচনা ও মন্তব্য পরিহার করে দেশ সেবায় নিজেকে উৎসর্গ করা।