বাংলার খবর২৪.কম, কক্সবাজার : টেকনাফে বিজিবি সদস্যরা নাফনদীর দ্বীপে অভিযান চালিয়ে ৯০ লাখ টাকার ইয়াবাসহ একটি নৌকা জব্দ করেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় ইয়াবাগুলো আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, টেকনাফ-৪২ বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপি’র কোম্পানি কমান্ডার সিরাজুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে ফোর্স নিয়ে নাফনদীর জইল্যার দ্বীপে অবস্থান নিয়ে মিয়ানমার থেকে একটি কাঠের নৌকাসহ লোকজন আসতে দেখে চ্যালেঞ্জ করলে পালিয়ে যেতে থাকে। তাদের দাওয়া করে ধরতে না পারলেও কাঠের নৌকাটি তল্লাশি করে একটি ইয়াবার বড় পুটলাসহ নৌকাটি জব্দ করে। জব্দ ইয়াবার পরিমাণ আনুমানিক ৩০ হাজার পিচ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যার বাজার মূল্য ৯০ লাখ টাকা প্রায়।
টেকনাফ-৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ অভিযানের সত্যতা স্বীকার করেছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান