বাংলার খবর২৪.কম, সিলেট : সিলেট দক্ষিণ সুরমার আলমপুর বিভাগীয় পাসপোর্ট অফিস ভাঙচুরের ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার পাসপোর্ট ও ভিসা অফিসের উচ্চমান সহকারী মাহমুদুল আলম বাদী হয়ে মোগলাবাজার থানায় এ মামলা দায়ের করেন।
মামলায় ২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১৫/২০ জনকে আসামি করে মামলা করা হয়। মামলা নং ১২।
মামলার আসামিরা হলেন; গোটাটিকর এলাকার চঞ্চল (৩৮) ও মোগলাবাজার থানার আলমপুর এলাকার ময়নুল হক চৌধুরীর ছেলে দেলোয়ার হোসেন চৌধুরী (৩২)।
মোগলাবাজার থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আজহারুল ইসলামকে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বুধবার দুপুরে ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জলিল নজরুলের অনুসারী ও স্থানীয় ব্রাদার্স ক্লাবের পরিচয়ে ১৩/১৪ জন লোক কিছু পাসপোর্টের ফাইল জমা দিতে আসেন। ফাইলগুলো জমা না নেওয়ায় কর্মকর্তাদের সঙ্গে বাকবিত-ায় জড়ান তারা। এক পর্যায়ে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনছাররা তাদের বের করে দিতে উদ্যত হন। এতে ক্ষিপ্ত হয়ে যুবকরা ইট পাটকেল নিক্ষেপ করে অফিসের সামনের গ্লাস ভাঙচুর করেন।