মোঃ তহিরুল ইসলাম জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা।
নির্বাচনকে আন্দোলন মনে করে ধানের শীষের পক্ষে কাজ করার আহবান জানিয়েছেন চুয়াডাঙ্গা ২ আসনে বিএনপি মনোনয়ন না পাওয়া নেতা মাহমুদুর রহমান শাওন তরফদার। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ বিএনপির দর্শনা পৌর বিএনপির সভাপতি। এ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন মাহমুদ হাসান খাঁন বাবু চূড়ান্ত মনোনয়ন ঘোষণার পর মাহমুদুর রহমান শাওন তরফদার বলেন আসছে আগামী ৩০ তারিখে নির্বাচন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে আমার প্রার্থিতা পাওয়ার জন্য আপনারা অক্লান্ত পরিশ্রম ও চেষ্টা করেছেন আমি আপনাদের সবাইকে আমার অন্তরের অন্তস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। আমাদের কারো মনোক্ষুন্ন হওয়ার কোনো কারণ নাই। নির্বাচন একবারের জন্য নয়। দল যাকে মনোনয়ন দিবে তাকেই আমাদের স্বাগত জানাতে হবে। বর্তমান প্রেক্ষাপট ভিন্ন এটাকে সত্যিকার নির্বাচন না ধরে মূলত আন্দোলন হিসাবে গণ্য করতে হবে। এই আন্দোলনের বিজয় সূচিত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সর্বাগ্রে মুক্ত করে গণতন্ত্রের ঝন্ডাকে সমুন্নত করতে হবে তারপর ঐ পতাকা তলে দাঁড়িয়ে যেদিন আমাদের প্রাণপ্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমানকে দেশ পরিচালনা এবং স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দায়িত্ব অর্পণ করতে পারব সেদিন আমাদের মিশন পূর্ণ হবে। তাই আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়িয়ে আমাদের অভিষ্ট লক্ষে পৌঁছার দীপ্ত শপথ নেই উপরোক্ত কথাগুলো বলেন মাহমুদুর রহমান শাওন তরফদার দুপুরে পর থেকে তিনি দর্শনা পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি গঠন করে দেন ২০১ সদস্য বিশিষ্ট এসময় মাহমুদুর রহমান শাওন তরফদার এর সাথে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিদুর ইসলাম, মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, বাংলাদেশ বিএনপির চুয়াডাঙ্গা জেলা শাখা কমিটির সদস্য ও শাপলা পার্ক এন্ড শাপলা ক্লিনিক এর পরিচালক জালাল উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত আলী শাহ্, মুকুল শাহ্, নাসির উদ্দিন খেদু, মমিনুল ইসলাম, নাহারুল মাষ্টার, মিল্টন মাহামুদ, বুলেট, জালাল উদ্দিন লিটন, সরোয়ার, অপু, বকুল শাহ্, সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
শিরোনাম :
নির্বাচনকে আন্দোলন মনে করে ধানের শীষের পক্ষে কাজ করার আহবান; মাহমুদুর রহমান শাওন তরফদার।
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৫:০৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১২ ডিসেম্বর ২০১৮
- ১৭৩২ বার
Tag :
জনপ্রিয় সংবাদ