বাংলার খবর২৪.কম : রাজধানীর গুলশানের ডিসিসি মার্কেটে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অনুমোদনবিহীন বিদেশি শিশু খাদ্য বিক্রির অভিযোগে দুই বিক্রেতাকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে।
বৃহস্পতিবার সকালে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিক হাসানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
ঢাকা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ডিসিসি মার্কেটের অনেক দোকানে বিদেশ থেকে আনা অনুমোদনবিহীন শিশু খাদ্য বিক্রি হয়। এসব শিশু খাদ্য দেশে আনার পর তা বিএসটিআই কর্তৃক মান নিয়ন্ত্রণ এবং এর মেয়াদ নির্ধারণ করা হয়। এটি না করেই কিছু শিশু খাদ্য ওই মার্কেটে বিক্রি করা হয়।
বৃহস্পতিবার ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত ডিসিসি মার্কেটের তুর্য এন্টারপ্রাইজ ও এসএ ট্রেডার্স নামের দোকানে অভিযান চালায়। অনুমোদনবিহীন শিশু খাদ্য বিক্রির অভিযোগে ওই দুই দোকানের ম্যানেজারকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।