বাংলার খবর২৪.কম, সিলেট : মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্রলীগ নেতা গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী নয়াবাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
শাশ্বত দাস মান্না নামের ওই ছাত্রলীগ নেতা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও বঙ্গবন্ধু হলের ৩০১৭ নম্বর কক্ষের বাসিন্দা।
আহত মান্না জানায়, রাতের খাবার খেতে হল থেকে নয়াবাজারে যাওয়ার পথে জনৈক সেলিমের দোকানের পাশে মুখোশধারী তিন/চার জন সন্ত্রাসী ‘এদিকে এসো কথা আছে’ বলে তার গতিরোধ করে। ‘লেখালিখি করছ, তুই নেতা হতে চাইতেছে, তোদের ওস্তাদকে হাসপাতালে পাঠানো হয়েছে, তুই কি হাসপাতালে যাবি নাকি’ -এসব কথা বলে তার ওপর হামলা চালায়।
এসময় তাকে কিল ঘুষিসহ ধারালো ক্ষুর দিয়ে বাম হাতে আঘাত করে কেন্দ্রীয় খেলার মাঠ দিয়ে পালিয়ে যায়। পরে সহপাঠীরা খবর পেয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।
শাবি ছাত্রলীগের সিনিয়র নেতা বিজিত লাল দাস দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের সুসংগঠিত ছাত্রলীগকে বিনষ্ট করতে শিবির ক্যাডাররা এই হামলার চালিয়েছে। এর আগে বুধবার রাতে বিশ্বদ্যিালয়ের প্রধান ফটকের পাশ্ববর্তী মা-মনি রেস্টুরেন্টের সামনে মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য উত্তম কুমার দাস ও শাবি ছাত্রলীগ নেতা আইনুল ইসলাম। আশঙ্কাজনক অবস্থায় উত্তম ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওই হামলার জন্যও ছাত্রলীগ শিবিরকে দায়ী করেছে।
জালালাবাদ থানার ওসি আখতার হোসেন জানান, উত্তমের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় শিবিরের স্কুলছাত্র বিষয়ক সম্পাদক জাবেদুর রহমানকে আটক করা হয়েছে। তার কাছ থেকে বোমা তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। তার মোবাইলে উত্তমের ওপর হামলার ঘটনা সংক্রান্ত এসএমএস পাওয়া গেছে বলে জানান ওসি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান