বাংলার খবর২৪.কম,ডেস্ক : অবশেষে বিচ্ছেদ হল ভারতের হিন্দুত্ববাদী দু’দলের। দীর্ঘ টানাপড়েনের পর মহারাষ্ট্রে শিবসেনার সঙ্গ ত্যাগ করল ভারতীয় জনতা পার্টি বিজেপি। এর মধ্য দিয়ে পঁচিশ বছরের সম্পর্কে ইতি টেনে একলা চলার সিদ্ধান্ত নিল ক্ষমতাসীন বিজেপি।
জোট ভাঙার কথা ঘোষণা করে বৃহস্পতিবার বিজেপি’র মহারাষ্ট্র রাজ্যের সভাপতি দেবেন্দ্র ফদনবিশ বলেন, ‘সময় চলে যাচ্ছে। তাই আমরা শিবসেনার সঙ্গে জোট ভেঙে আসন্ন নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে প্রচারের সময় আমরা একে অপরের সমালোচনা করব না। একে অপরের সম্মান রক্ষা করব ও বন্ধু থাকব। আমরা শিবসেনাকে আমাদের সিদ্ধান্ত জানিয়েছি। খুব তাড়াতাড়ি কেন্দ্রের পক্ষ থেকে এই ব্যাপারে ঘোষণা করা হবে।’
অন্যদিকে শিব সেনা নেতা দিবাকর রাওতে বলেন, ‘বিজেপির জোট ভাঙার তাড়া ছিল। উদ্ধব ঠাকরের প্রস্তাব নিয়ে আমরা বিজেপির সঙ্গে আলোচনায় বসেছিলাম। কিন্তু ওরা মাঝপথেই বৈঠক ছেড়ে উঠে গেল। আমরা সংবাদমাধ্যম সূত্রে জানতে পারলাম বিজেপি নেতা রাজীব প্রতাপ রুডি জোট ত্যাগের কথা ঘোষণা করেছেন।’
উদ্ধব ঠাকরের প্রস্তাবে বলা হয়েছিল মহারাষ্ট্রের মোট ২৮৮টি আসনের ১৫১ ও ১২৭ টি আসনে একা লড়বে শিব সেনা ও বিজেপি। বাকি ১০টি আসন থাকবে ছোট জোটের জন্য। সূত্র : জিনিউজ