ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ অভিযোগ করেছেন, তাকে চিকিৎসা করাতে দেশের বাইরে যেতে দেওয়া হচ্ছে না। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে প্রায় পনের দিন পর অপ্রত্যাশিতভাবে সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে দলটির বনানী কার্যালয়ে হাজির হন তিনি। তবে গাড়িতে থেকে না নেমেই ফিরে যান তিনি।
জাতীয় পার্টির বনানী কার্যালয়ের সামনে সমবেত নেতাকর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, ‘তোমাদের কোনো ভয় নেই, আমাদের কোনো ভয় নেই। আমরা সবসময় নির্বাচন করেছি এবারও নির্বাচন করবো’।
নিজের অসুস্থতা প্রসঙ্গে বলেন, ‘আমার ব্লাড শটেজ রয়েছে। আমার বয়স হয়েছে, চিকিৎসা করাতে বাইরে যেতে দেবে না। তোমাদের দোয়ায় জাতীয় পাটি বেঁচে আছে। ভবিষ্যতেও বেঁচে থাকবে, কেউ আমাদের কিছু করতে পারবে না’।
সদ্য জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পাওয়া মশিউর রহমান রাঙ্গা প্রসঙ্গে বলেন, পুরাতন মহাসচিবকে ভালোবাসতাম। নতুন মহাসচিবকেও ভালোবাসতে হবে। তাকে সহযোগিতা করতে হবে, গাইড করতে হবে।
গাড়িতে বসেই এরশাদ বলেন, আজ বলতে এসেছি। আমাকে কেউ দমিয়ে রাখতে পারবে না। বেঁচে আছি, বেঁচে থাকবো। ২৭ বছর ধরে রাস্তায় রস্তায় ঘুরেছি, পার্টি ছাড়ি নাই৷ সব নির্ভর করছে তোমাদের উপর। কেউ পার্টি ছেড়ে যেও না- আমাকে প্রতিশ্রুতি দাও৷
এভাবে কয়েক মিনিট গাড়িতে বসে বক্তব্য দিয়েই এরশাদ চলে যান। এসময় দল নেতাকর্মীরা শ্লোগান দেন এরশাদের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, আওয়ামী লীগের দালালরা হুঁশিয়ার সাবধান.....।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান