ডেস্ক : গাইবান্ধা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী আবু জাফর। ১ শতাংশ ভোটারের হিসাবে গরমিল থাকার অভিযোগে রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র বাতিল করেন। প্রার্থী আবু জাফর রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন। আজ বৃহস্পতিবার বিকেলে সেই আপিলের শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানিতে অংশ নিয়ে আবু জাফর কমিশনের উদ্দেশে বলেন, ‘কুদ্দুস মরেনি। আমার গ্রামে আল্লাহর রহমতে চার–চারজন কুদ্দুস আছেন। একজন কুদ্দুস মারা গেছেন। ইউএনও সাহেব সেই কুদ্দুসকে আমার সমর্থনকারী ভেবে মনোনয়নপত্র বাতিল করেছেন। আসলে সেই কুদ্দুস আমার কুদ্দুস নন। মৃত কুদ্দুস আমার সমর্থনকারী হওয়ার প্রশ্নই আসে না। কারণ তিনি তো মরে গেছেন। কিন্তু আমার কুদ্দুস মরেননি।’
এরপর আবু জাফর বলেন, ‘এই দেখেন ভিডিও করে ছবি নিয়ে এসেছি। ডিজিটাল যুগ। এ কথা বলে ভিডিওতে কুদ্দুসের ছবি দেখান। কমিশন আবু জাফরের আবেদন বৈধ ঘোষণা করেছেন।
আজ বৃহস্পতিবার শুনানি শেষে ৮১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান