বাংলার খবর২৪.কম, শেরপুর : শেরপুরের সদর উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ চলছে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৪০টি ভোট কেন্দ্রের ৯৫২টি ভোট কক্ষে শান্তিপূর্ণভাবে এ ভোটগ্রহণ চলছে।
শেরপুর সদর উপজেলায় মোট ভোটার ৩ লাখ ১৬ হাজার ৭৫৫ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৫৬ হাজার ৯৬২ জন এবং মহিলা ১ লাখ ৫৯ হাজার ৭শ’ ৯৩ জন ভোটার রয়েছেন।
নির্বাচন উপলক্ষ্যে সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকাল থেকেই ভোট কেন্দ্রের আশে-পাশে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
শেরপুরের রিটার্নিং অফিসার মোহাম্মদ হায়দার আলী জানান, নির্বাচনে সুষ্ঠুভাবে ভোটগ্রহণের লক্ষ্যে ভোট কেন্দ্রগুলোতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
র্যাব-পুলিশ, বিজিবি ও আনসারের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসাবে সেনাবাহিনীকে টহল দিতে দেখা গেছে।
এদিকে, নির্বাচন কমিশন ১৪০টি কেন্দ্রেকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে প্রায় চার হাজার পুলিশ ও আনসার নিয়োগ করেছেন।
এছাড়া র্যাব, বিজিবি ও সেনাবাহিনী সকাল থেকে তাদের টহল জোরদার করেছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান