ডেস্ক : মহাজোটের প্রার্থিতা নিশ্চিত হওয়ার পরই চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলে জানিয়েছেন জাপার নবনিযুক্ত মহাসচিব মশিউর রহমান রাঙ্গা।
সরকারের এই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বলেছেন, ‘যদিও তার এখন দেশের বাইরে যাওয়া জরুরি। তবে আমরা এও মনে করছি, এতটা জরুরি নয়। ৯ ডিসেম্বরের মধ্যেই মহাজোটের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। এরপরই দেশের বাইরে যাবেন এরশাদ। সম্ভবত ১০ ডিসেম্বর।’
মঙ্গলবার (৪ ডিসেম্বর) বনানীতে পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি একথা জানান।
চেয়ারম্যান অসুস্থ হয়ে সিএমএইচে ভর্তি আছেন জানিয়েছে মশিউর রহমান রাঙ্গা বলেন, ‘সবাই মনোনয়ন চান। একটা চাপতো থাকেই। তিনিও (এরশাদ) খুব বিব্রতকর অবস্থায় পড়েছিলেন। শরীরেও ইনফেকশন আছে। সবকিছু বিবেচনা করে চাপ এড়াতেই তিনি সিএমএইচে গিয়েছিলেন, এখনও মাঝেমধ্যে সেখানে গিয়ে থাকছেন।’
জাপা মহাসচিব বলেন, ‘স্যার হেঁটে আমার কাছে এসেছেন, সব স্বাভাবিক। কাল (সোমবার) রাত ১টার দিকে তিনি সিএমএইচে গেছেন। তার আগে বাসাতেই ছিলেন।’
এছাড়াও শারীরিক ও মানসিকভাবে সুস্থ না থাকায় রুহুল আমিন হাওলাদার পদত্যাগ করেছেন বলেও জানান তিনি।