ডেস্কঃ জনপ্রিয়তায় ভয় পেয়ে ষড়যন্ত্র করে প্রার্থিতা বাতিল করা হয়েছে বলে অভিযোগ করেছেন হিরো আলম।
সোমবার নির্বাচন কমিশনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল করতে এসে হিরো আলম বলেন, এলাকায় হিরো আলমের হাওয়া ওঠেছে। তাই ভয় পেয়ে অন্য প্রার্থীরা ষড়যন্ত্র করেছে। আমার প্রার্থিতা বাতিলে ভেতর থেকে ষড়যন্ত্র করা হয়েছে।
নির্বাচন কমিশনে আমি ১০ জন সাক্ষীর স্বাক্ষরসহ জমা দিয়েছিলাম। কিন্তু তারা প্রথমে বলেছিল ৭ জন সাক্ষী পেয়েছে। কিন্তু আজকে বলছে ৫ জন পেয়েছে। কথার ঠিক নেই।
তিনি বলেন, আমি জিরো থোকে হিরো হয়েছি। লড়াই করতে করতে আজকে এই পর্যায়ে এসেছি। আমি লড়াই চালিয়ে যাবো।
বগুড়া-৪ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চায় হিরো আলম।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান