বাংলার খবর২৪.কম : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় একজনের পরীক্ষা আরেকজন (প্রক্সি) দিতে এসে ধরা পড়লেন ঢাবি ছাত্র সাজিদ।
বৃহস্পতিবার ‘ই’ ইউনিটের পরীক্ষা চলাকালে ছবি পাল্টিয়ে অন্যজনের পরীক্ষা দিতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম থেকে আটক হয়েছে ঢাবির শিক্ষা ও গবেষণা ইস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আসপার সাজিদ। অনিক ভূঁইয়া নামের (রোল: ৫০৩৬১০) ভর্তিচ্ছু পরীক্ষার্থীর বদলে পরীক্ষা দিচ্ছিলেন তিনি। আসপার সাজিদ জানায়, ঢাবি ছাত্র সাকিব ও জাবি ছাত্র রাজুর মাধ্যমে সে এখানে পরীক্ষা দিতে এসেছে। তারা দু’জনই সাজিদের সাবেক কলেজ পাবনা ক্যাডেট কলেজের বড় ভাই। তবে রাজু জাবিতে কোন বিভাগের ছাত্র সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি সাজিদ। তবে রাজু জাবি শিক্ষার্থী কিনা তা এখনো জানা যায়নি। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম জড়িতদের আটকের চেষ্টা চালাচ্ছে। সহকারী প্রক্টর মেহেদী ইকবালের নেতৃত্বে জড়িতদের ধরার চেষ্টা করছে প্রক্টরিয়াল টিম। মেহেদী ইকবাল শীর্ষ নিউজকে বলেন, অনিক নামের ওই পরীক্ষার্থীকে ধরার চেষ্টা চলছে।