ডেস্ক: দেশের বিভিন্ন স্থানে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় এ পর্যন্ত নিহত হয়েছেন ১২ জন। এ ঘটনায় আরো আহত হয়েছেন অন্তত ১৮ জন।
ফেনী: সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটে ফেনী সদর উপজেলার শর্শদী বাজারসংলগ্ন রেলগেট এলাকায়। এখানে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় এক শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের ফেনী অংশের শর্শদী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আবুল বশর (৫৫), মো. দোলন (৩২) ও মনসুর আহম্মদ (২৬)। আট বছর বয়সী শিশুটির নাম জানা যায়নি। আহতদের মধ্যে চারজনের নাম জানা গেছে।
তারা হলেন- মাসুম (২৫), মো. দুলাল (৪০), বাসচালক মনির (৪৪) ও চালকের সহকারী আবদুর রহিম (২২)। বাসচালক মনিরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা ফেনী সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
ফেনী রেলস্টেশন পুলিশ ফাঁড়ির এসআই হারুন জানান, সন্ধ্যায় কৈইখালী থেকে ছেড়ে আসা ফেনীগামী একটি বাস শশর্দী বাজারের পাশে রেলগেট পার হওয়ার সময় রেললাইনে আটকে পড়ে। এ সময় চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী ট্রেনের ধাক্কায় বাসটি দুমড়েমুচড়ে যায়।
তিনি বলেন, এতে এক শিশুসহ বাসের ৪ যাত্রী নিহত হয়। আহতদের ফেনী আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই স্থানীয় লোকজন বলে পুলিশ নিশ্চিত করেছে।
নিহতদের লাশ ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ ফেনীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে।
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সদর উপজেলায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক ও তার সহকারী (হেলপার) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন।
বুধবার রাত ১টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কে উপজেলার সয়দাবাদে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
আহতরা হলেন বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলীদাসপাড়া গ্রামের শক্তি মহন্তের ছেলে উজ্জ্বল মহন্ত (৩৫) ও যশোহর জেলার মনিরামপুর উপজেলার মদনপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৪০)।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আবদুল হামিদ জানান, রাতে উত্তরাঞ্চল থেকে ধানবোঝাই একটি ট্রাক ঢাকা যাচ্ছিল। ট্রাকটি সয়দাবাদ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একটি ট্রাকের চালক ও তার সহকারী নিহত হন।
এ সময় আহত হন অপর ট্রাকের চালক ও তার সহকারী। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
বাগেরহাট: বাগেরহাটের মোল্লাহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলশিক্ষক নিহত হয়েছেন।বুধবার বিকেল সাড়ে চারটার দিকে মোল্লাহাট উপজেলার জয়ডিহি কাহালপুর বিদ্যুৎকেন্দ্রের সামনে বাগেরহাট-মাওয়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই স্কুলশিক্ষক মারা যান।
নিহত শিক্ষক দুজন হলেন মোল্লাহাট উপজেলার সরোসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম দুলাল (৪৫) ও একই উপজেলার সরোসপুর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাহারুল আলম মোল্লা (৪৩)। তাদের বাড়ি সরোসপুর গ্রামে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির বলেন, মোল্লাহাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে বাড়ি ফিরছিলেন দুই শিক্ষক। গোপালগঞ্জ থেকে খুলনাগামী একটি ট্রাক মহাসড়কের ওই এলাকায় পৌঁছে একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে দুই মোটরসাইকেল আরোহী আহত হন। চালক ট্রাক নিয়ে দ্রুত পালিয়ে যান। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
পুলিশ বলছে, ট্রাকটিকে শনাক্ত করতে কাজ চলছে। লাশ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয়ে প্রাইভেটকারচাপায় ওমর আলী (৫৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয়ের মুশুরিয়া এলাকার মধুমতি সিএনজিস্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিকশাচালক ওমর আলী শিবালয়ের উথুলী ইউনিয়নের কাতরাসিন এলাকার বাসিন্দা।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ-দৌলা বিষয়টি নিশ্চিত করে জানান, অটোচালক ওমর আলী ভোরে মধুমতি সিএনজিস্টেশনে গ্যাস সরবারহের জন্যে যাচ্ছিলেন। পথে ওই এলাকায় গেলে দ্রুতগতির একটি প্রাইভেটকারের সঙ্গে পাটুরিয়ামুখী অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশারচালকের মৃত্যু হয়।
এসময় প্রাইভেটকারটি ধুমড়ে-মুচড়ে গেলেও গুরুতর আহতের কোনো ঘটনা ঘটেনি। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্যে মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলায় ইটবোঝাই ট্রলি ও সিএনজিচালিত থ্রি হুইলারের সংঘর্ষে আনোয়ার হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৫ জন।
বুধবার সন্ধ্যা ৭টার সময় নাটোর-নলডাঙ্গা সড়কের বিলপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন নাটোর শহরের বড়গাছা হাফরাস্তা এলাকার মৃত সুজাউদ্দিনের ছেলে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর রহমান জানান, সন্ধ্যার দিকে সিএনজিচালিত থ্রি হুইলারটি যাত্রী নিয়ে নাটোর শহরে যাচ্ছিলো। পথে নাটোর-নলডাঙ্গা সড়কের বিলপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় আনোয়ারসহ অন্তত ৬ জন আহত হন।
এ অবস্থায় স্থানীয়রা আহতদের হাসপাতালে নেওয়ার পথে আনোয়ার হোসেন মারা যান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান