বাংলার খবর২৪.কম, মেহেরপুর : মেহেরপুরের মুজিবনগর উপজেলার গোপীনাথপুর গ্রামের চাঞ্চল্যকর মাবিয়া হত্যা মামলার তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।
বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক টিএম মুসা এ রায় দেন।
মামলায় রাষ্ট্রপক্ষে এপিপি এডভোকেট কাজী শহিদুল ইসলাম এবং আসামি পক্ষে এডভোকেট শহিদুল ইসলাম কৌশুলীর দায়িত্ব পালন করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- দারিয়াপুর গ্রামের জবেদ আলীর ছেলে সুরুজ আলী, আজাদের ছেলে সামসুল আলম ও খোকনের ছেলে আব্দুল জাব্বার।
মামলার এজাহারে জানা যায়, ২০০৭ সালের ৩ জানুয়ারি মুজিবনগর উপজেলার গোপীনাথপুরের জবেদ আলীর মেয়ে মাবিয়াকে আসামিরা ধর্ষণ শেষে শ্বাসরোধ করে হত্যা করে দারিয়াপুর বিজিবি ক্যাম্পের ১’শ গজ দূরের একটি মাঠে ফেলে রেখে যায়। পরদিন মাবিয়ার ভাই বাছেদ আলী বাদী হয়ে মুজিবনগর থানায় সুরুজ আলী, সামসুল আলম ও আব্দুল জাব্বরাকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার তদন্ত শেষে ওই বছরের ১৩ মে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই মোবারক হাওলাদার।
সাক্ষ্য প্রমাণে তিন আসামি দোষী প্রমাণিত হওয়ায় তাদের কারাদণ্ড দিয়েছে আদালত।