অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের Logo ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত।

২০ দল ভাঙ্গেনি ,অটুট রয়েছে : ফখরুল

বাংলার খবর২৪.কমindex_52726 : বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ভাঙ্গেনি অটুট রয়েছে দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হালুয়া রুটির লোভ সামলাতে না পেরে কিছু লোক চলে গেলেও কোনো লাভ হবে না।

তিনি বলেন, টাকা পয়সা , মন্ত্রীত্বের লোভ প্রলোভন দেখিয়ে আন্দোলন স্তব্ধ করা যাবে না। বরং খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনের স্্েরাতে ক্ষমতাসীন অবৈধ আওয়ামী লীগ সরকার খড়কুটার মত ভেসে যাবে।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে জাতীয়তাবাদী বাস্তুহারা দলের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপির বিরুদ্ধে অতীতে বহুবার ষড়যন্ত্র হয়েছে। গোয়েন্দাদের দিয়ে বিএনপি থেকে নেতাদের ভাগিয়ে নেয়া হলেও কোন লাভ হয়নি। তারা আবার বিএনপিতে ফিরে এসেছে। এবার জোট থেকে ভাগিয়ে নেওয়ার ষড়যন্ত্র হচ্ছে।

তিনি বলেন, এদেশের জনগণ গণতন্ত্র ও মানুষ হত্যার দায়ে অবৈধ ক্ষমতাসীন আওয়ামী লীগের বিচার করতে কাঠগড়ায় দাঁড় করাবে।

বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের ভিতরে রাজনৈতিক শূণ্যতা বিরাজ করছে। ফলে এখন পাকিস্তান পাকিস্তান বলে চিৎকার করছে। আর এখন ক্ষমতা কুক্ষিগত করতেই মালিকদের ধমক দিয়ে গোয়েন্দা বাহিনীর লোক বসিয়ে গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে চাচ্ছে।

বর্তমান সংসদকে আওয়ামী লীগের কোরাম উল্লেখ করে তিনি বলেন, জনপ্রতিনিধিত্বহীন সংসদের হাতে বিচারপতি অভিশংসনের ক্ষমতা নেয়া মানে আওয়ামী লীগের হাতে নেয়া।

ফখরুল ইসলাম বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান যাতে করে দেশে ফিরে না আসতে পারে এবং রাজনীতি করতে না পারে সেজন্য আওয়ামী লীগ, আওয়ামী লীগ তদন্তকারি দিয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তাকে জড়িয়েছে।

আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, খালেদা জিয়া এদেশে জনগণকে সঙ্গে নিয়ে রাজনীতি করছেন, জেল খেটেছেন তারপরেও দেশ ছাড়েনি। গণতান্ত্রিক প্রশ্নে খালেদা জিয়া কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি। ভবিষ্যতেও করবেন না। কিন্তু আপনাদের নেত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন।

তিনি বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে এতোটাই দেউলিয়া হয়েছে যে দলের বাহির থেকে তাদের টাকা পয়সার বিনমিয়ে মন্ত্রীর লোভ দেখিয়ে লোক আনতে হচ্ছে। নিজেদের আজীবন ক্ষমতায় রাখতে একের পর এক সংবিধান পরিবর্তন করছে। অথচ দেশের সংবিধান প্রণেতারা বলছেন, সংশোধিত সংবিধান গণতন্ত্রের জন্য উপযোগী নয়। তাই এটা দেশের জন্য উপকৃত হতে পারে না।

আয়োজক সংগঠনের সভাপতি শরীফ হাফিজুর রহমান টিপুর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মান্নান, বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন

২০ দল ভাঙ্গেনি ,অটুট রয়েছে : ফখরুল

আপডেট টাইম : ০৯:৫৯:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০১৪

বাংলার খবর২৪.কমindex_52726 : বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ভাঙ্গেনি অটুট রয়েছে দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হালুয়া রুটির লোভ সামলাতে না পেরে কিছু লোক চলে গেলেও কোনো লাভ হবে না।

তিনি বলেন, টাকা পয়সা , মন্ত্রীত্বের লোভ প্রলোভন দেখিয়ে আন্দোলন স্তব্ধ করা যাবে না। বরং খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনের স্্েরাতে ক্ষমতাসীন অবৈধ আওয়ামী লীগ সরকার খড়কুটার মত ভেসে যাবে।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে জাতীয়তাবাদী বাস্তুহারা দলের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপির বিরুদ্ধে অতীতে বহুবার ষড়যন্ত্র হয়েছে। গোয়েন্দাদের দিয়ে বিএনপি থেকে নেতাদের ভাগিয়ে নেয়া হলেও কোন লাভ হয়নি। তারা আবার বিএনপিতে ফিরে এসেছে। এবার জোট থেকে ভাগিয়ে নেওয়ার ষড়যন্ত্র হচ্ছে।

তিনি বলেন, এদেশের জনগণ গণতন্ত্র ও মানুষ হত্যার দায়ে অবৈধ ক্ষমতাসীন আওয়ামী লীগের বিচার করতে কাঠগড়ায় দাঁড় করাবে।

বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের ভিতরে রাজনৈতিক শূণ্যতা বিরাজ করছে। ফলে এখন পাকিস্তান পাকিস্তান বলে চিৎকার করছে। আর এখন ক্ষমতা কুক্ষিগত করতেই মালিকদের ধমক দিয়ে গোয়েন্দা বাহিনীর লোক বসিয়ে গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে চাচ্ছে।

বর্তমান সংসদকে আওয়ামী লীগের কোরাম উল্লেখ করে তিনি বলেন, জনপ্রতিনিধিত্বহীন সংসদের হাতে বিচারপতি অভিশংসনের ক্ষমতা নেয়া মানে আওয়ামী লীগের হাতে নেয়া।

ফখরুল ইসলাম বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান যাতে করে দেশে ফিরে না আসতে পারে এবং রাজনীতি করতে না পারে সেজন্য আওয়ামী লীগ, আওয়ামী লীগ তদন্তকারি দিয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তাকে জড়িয়েছে।

আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, খালেদা জিয়া এদেশে জনগণকে সঙ্গে নিয়ে রাজনীতি করছেন, জেল খেটেছেন তারপরেও দেশ ছাড়েনি। গণতান্ত্রিক প্রশ্নে খালেদা জিয়া কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি। ভবিষ্যতেও করবেন না। কিন্তু আপনাদের নেত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন।

তিনি বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে এতোটাই দেউলিয়া হয়েছে যে দলের বাহির থেকে তাদের টাকা পয়সার বিনমিয়ে মন্ত্রীর লোভ দেখিয়ে লোক আনতে হচ্ছে। নিজেদের আজীবন ক্ষমতায় রাখতে একের পর এক সংবিধান পরিবর্তন করছে। অথচ দেশের সংবিধান প্রণেতারা বলছেন, সংশোধিত সংবিধান গণতন্ত্রের জন্য উপযোগী নয়। তাই এটা দেশের জন্য উপকৃত হতে পারে না।

আয়োজক সংগঠনের সভাপতি শরীফ হাফিজুর রহমান টিপুর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মান্নান, বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন প্রমুখ।