ডেস্ক : সিআরপিসি অ্যাক্ট অনুযায়ী নির্বাচনকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ক্ষমতা প্রয়োগে ২০ দলীয় জোটের সাথে একমত হয়েছে নির্বাচন কমিশন।
রবিবার ২০ দলীয় জোটের সাথে বৈঠকে ইসি এ বিষয়ে একমত পোষণ করে। বিকেলে এলডিপির সভাপতি কর্নেল অলি আহমেদের নেতৃত্বে ইসির সাথে বৈঠকে বসে ২০ দলীয় জোট।
এসময় ২০ দলের পক্ষ থেকে ৩৩ দিন পর্যন্ত অজ্ঞাতনামা মামলা স্থগিতের দাবি জানানো হয়।
পক্ষপাতদুষ্ট কর্মকর্তাদের সাময়িকভাবে দূরে রাখার দাবি জানিয়েছেন তারা। বিগত নির্বাচনে যেসব কর্মকর্তা কারচুপি করেছে তাদের পরিবর্তন করার দাবিও জানায় ২০ দল।
এছাড়া শুধু সরকারি দল নয়, নিবন্ধিত সব দলের প্রধানদের সাথে দুজন করে স্পেশাল ব্রঞ্চের অফিসার নিয়োগের দাবি জানান তারা।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান